নিজস্ব প্রতিবেদন: দিদিকে বলো, প্রচারের মাত্রাকে তুঙ্গে নিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির। পেশাদারিত্বের ছাপ ক্যাম্পেনে। বিধায়কদের আম জনতার বাড়িতে রাত্রিবাস, পদযাত্রা, নিবিড় জনসংযোগের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অভিনব প্রচার চলছে। সেখানেই নয়া সংযোজন- কার্টুন ক্যাম্পেইন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেত্রীর কড়া নির্দেশ। গোটা রাজ্যজুড়ে  নিজের নিজের এলাকায় ঝাঁপিয়ে পড়েছেন বিধায়ক, সাংসদ সহ জনপ্রতিনিধিরা। খোশমেজাজে গল্পের ছলে আম জনতার আস্থা অটুট রাখার স্ট্যাটেজি। রাতে ভোটারের বাড়িতে পাত পেড়ে খেয়েছেন গৌতম দেব। শুধু খাওয়া দাওয়াই নয়, এলাকার লোকজন নিয়ে গানও গেয়েছেন।


দিদিকে বলো ক্যাম্পেনের মূল হাতিয়ার - সরাসরি ফোন কল। আর সেই বার্তাই আম জনতার কাছে পৌছে দিতে চলছে কার্ড বিলি, চলছে ডোর টু ডোর ক্যাম্পেনও। শুরু হয়েছে আমার গর্ব। সোশ্যাল মিডিয়ায় সরাসরি মতামত জানানোর কৌশল। এবার তারই নবতম সংযোজন কার্টুন। কী রয়েছে কার্টুনে? ছবিতে এক গ্রামের এক ব্যক্তি আর একজনকে বলছেন, সমস্যায় পড়েছি। বুঝতে পারছি না কাকে বলবো। উপদেশ পেলে, আরে দিদিকে বলো ভয় নেই। এরপরই অমল মণ্ডল ফোন করলেন মমতাকে। তাঁকে ঘুরিয়ে ফোন করেন মুখ্যমন্ত্রী। 



লোকসভার ফলাফলে ৩৪ থেকে ২২টি আসনে নেমেছে দল। সামনে ২১-এর মহারণ। কোমর বেঁধে জনসংযোগকেই পাখির চোখ করছে টিম তৃণমূল। 


আরও পড়ুন- বুদ্ধদেবের স্বাস্থ্যের উন্নতি, বই লেখার তীব্র ইচ্ছা প্রাক্তন মুখ্যমন্ত্রীর