বুদ্ধদেবের স্বাস্থ্যের উন্নতি, বই লেখার তীব্র ইচ্ছা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

 শরীর অশক্ত হলেও মনোবল এখনও ভাঙেনি। লেখার ইচ্ছার এখনও প্রবল। 

Updated By: Aug 3, 2019, 06:24 PM IST
বুদ্ধদেবের স্বাস্থ্যের উন্নতি, বই লেখার তীব্র ইচ্ছা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বই লিখতে চান। কিন্তু শরীর সঙ্গ দিচ্ছে না। তবে আশার কথা, আগের চেয়ে খানিকটা উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার। 

লোকসভা ভোটের আগে থেকে শারীরিক অবস্থার অবনিত হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। তখন থেকে তিনি গৃহবন্দি। এমনকি এবার লোকসভা ভোটে মন চাইলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারিতে বামেদের ব্রিগেডে এসেছিলেন তবে গাড়ির বাইরে বেরোননি। অশক্ত শরীরের অক্সিজেন ব্যবস্থা নিয়েই এসেছিলেন বুদ্ধবাবু।                           
 

তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে খবর। তরল খাবার খাওয়ানো হচ্ছিল তাঁকে। তবে এখন বাড়ির রান্না খেতে পারছেন। সামান‍্যই আহার করছেন। নিজেই শৌচালয়ে যেতে পারছেন। তবে অক্সিজেন সাপোর্ট এখনও বহাল। 

গতমাসেই ছিল মেয়ে সুচেতনার জন্মদিন। শরীর অশক্ত হলেও মনোবল এখনও ভাঙেনি। লেখার ইচ্ছার এখনও প্রবল। ঘনিষ্ঠদের কাছে বই লেখার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন। আগের বইটিও প্রকাশের সময় দলের একজনকে মুখে বলে দিয়েছিলেন।

আরও পড়ুন- সেদিন সঠিক ছিলেন বুদ্ধদেব, সিঙ্গুরে বিজেপির জয়ের পর বিলম্বিত বোধোদয় সিপিএমের?

.