নিজস্ব প্রতিবেদন: আন্ত্রিকের দ্রুত সংক্রমণের কারণ নিয়ে জল বিতর্ক। মেয়র বলছেন, জল ঠিক আছে। অথচ স্বাস্থ্য দফতরের বক্তব্য, সংক্রমণের কারণ জলই। নতুন করে আক্রান্তের হার কিছুটা কমলেও ইতিমধ্যেই আন্ত্রিক ছড়িয়ে গিয়েছে মোট ১৪টি ওয়ার্ডে। শিবরাত্রির ছুটি থাকলেও কাল খোলা থাকবে সমস্ত হেলথ সেন্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবারই মেয়র বলেছিলেন, জল একদম ঠিক। আন্ত্রিকের কারণ জল নয়। অথচ মঙ্গলবারই রাজ্য স্বাস্থ্য অধিকর্তা জানালেন, একেবারে উল্টো কথা। তবে মেয়র পারিষদ স্বাস্থ্য সাবধানী। তাঁর দাবি, জলে এখনও কিছু মেলেনি।


আরও পড়ুন- কুঁদঘাটের নিখোঁজ ৫ কিশোর-কিশোরীর তদন্তের প্রতিটি পরতে পরতে রহস্য!


স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তা জানতে নতুন করে জলের নমুনা পাঠানো হয়েছে ট্রপিকাল মেডিসিনে। এদিকে বাঘাযতীন হয়ে এখন সংক্রমণ ছড়িয়েছে যাদবপুর, কসবা, নোনাডাঙার একাধিক এলাকায়। পুরসভার বোরো দশ-এগারো মিলিয়ে মোট চোদ্দটি ওয়ার্ডে আক্রান্ত বহু মানুষ। এরই মধ্যে আশার কথা শুনিয়েছে পুরসভা। তাদের দাবি, মঙ্গলবার নতুন করে আক্রান্তের হার কিছুটা হলেও কমেছে। আন্ত্রিকের প্রকোপের জেরে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পুরসভা।