দেরি হওয়ার কারণ দর্শালেন দিলীপ!
দেরি হওয়ার পিছনে অকাঠ্য যুক্তি খাড়া করেন দিলীপ..
নিজস্ব প্রতিবেদন: দুদিন পর শুরু সোমবার থেকে ফের শুরু হল বিজেপির বাইক মিছিল। কিন্তু শুরুতেই বিতর্ক। দেরিতে পৌঁছলেন খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তা নিয়ে কিছুটা বিরক্ত হন রাহুল সিনহাও। মিছিল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার। কিন্তু কেন দেরিতে পৌঁছলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: বিজেপির বাইক মিছিল শুরু হতেই বিতর্ক!
দেরি হওয়ার পিছনে অকাঠ্য যুক্তি খাড়া করেন দিলীপ..
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় অন্ধকার ছিল শহর-রাজ্যের রাস্তা। মিছিলে দেরিতে আসার কারণ হিসাবে সেই কারণকেই দেখালেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, কুয়াশার কারণে জেলাস্তরের কর্মীদের আসতে দেরি হয়েছে। জেলা থেকে এমন অনেক কর্মী এসেছেন, যাঁদের বাইরের তেল ফুরিয়ে গিয়েছিল। পেট্রোল পাম্প থেকে তেল নিতে গিয়েই আরও আধ ঘণ্টা দেরি হয়েছে।
আরও পড়ুন: বিয়ের ফটোগ্রাফারের প্রতারণা, ২ বছর পরও মিলল না ছবি
সোমবার সকালে সিমলা স্ট্রিট থেকে বিজেপির বাইক মিছিল বেরোয়। নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে পৌঁছন দিলীপ। তারপর তিনি পতাকা দেখানোর পর মিছিল শুরু হয়।