নিজস্ব প্রতিবেদন: বুধবার বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তার আগে হেস্টিংসে জরুরি বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুপম হাজরা, সৌমিত্র খাঁ'র মতো নেতার যেভাবে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে মুখ খুলতে শুরু করেছে, তাতে সোমবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


একুশের বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপির (BJP) সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitabh Chakraborty) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে দলের একাংশ। দিল্লিতে তাঁর নামে অভিযোগ জানিয়েছেন বহু নেতা। রাজ্য বিজেপি নেতাদের হোয়াটস অ্যাপে 'বিদ্রোহ' করতে দেখা গিয়েছে। 'পিকনিক পলিটক্স'-ও দেখা গিয়েছে।    


এর মধ্যে আসানসোলে জেতা লোকসভা আসনও বিজেপির হাতছাড়া হয়েছে। দলের অন্দরে কী সমস্যা চলছে? কেন ভোটে এই ফলাফল? সূত্রের খবর, অমিতাভ চক্রবর্তীর (Amitabh Chakraborty) থেকে এই সমস্ত বিষয়ে জানতে চাইতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।


Modi on BGBS: আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা, রাজ্যের বাণিজ্য সম্মেলনে আসবেন মোদী?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)