নিজস্ব প্রতিবেদন: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভার ভিতর ও বাইরে বিজেপি আন্দোলন শুরু করায় শাসক দলও কিছু করে দেখাতে চাইছে বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে তাঁর বক্তব্য, পেট্রোল-ডিজেলে নিজেদের অংশের কর কমিয়ে তো সাধারণ মানুষকে সুরাহা দিতে পারে রাজ্য সরকার। তার পাল্টা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, পেট্রো পণ্যের উপরে কিয়দংশ করই নেয় কেন্দ্র। তারাই রাজ্যের অংশ ঠিক করে দেয়।               


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


পেট্রোল-ডিজেলে নিজেদের প্রাপ্ত করের অংশ কেন রাজ্য কমাচ্ছে না এ দিন আরও একবার প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন,'নিয়ন্ত্রক সংস্থা ও তেল বিপণনকারী সংস্থাগুলি দাম ঠিক করে। রাজ্য সরকার সেস ও কর কমাক। রাজ্য প্রতি লিটারে ৪০ টাকা করে নিচ্ছে। ২০-২২ টাকা পাচ্ছে কেন্দ্র। নিজেদের অংশ কমিয়ে দিক। দেশে পেট্রোল-ডিজেলের দাম আগেও বেড়েছে। এখনও বেড়েছে। এবার একটু বেশি বেড়েছে।'



কেন্দ্রের অংশ বেশি বলে পাল্টা দাবি ফিরহাদের (Firhad Hakim)। তাঁর কথায়,'দিলীপদা জানেন না। রিল্যায়ান্স, ভারত পেট্রোলিয়ম তেল বেচে। এই তেলকে ফ্রি ট্রেড করে দেওয়া হয়েছে। তার সুবিধা তেল কোম্পানির মুনাফা বাড়বে। শেয়ারের দাম বাড়বে। সেই শেয়ার কিনবে বিদেশিরা। এটা মেক ইন ইন্ডিয়া নয়, সেল ইন ইন্ডিয়া। আর রাজ্য সরকারের কর ঠিক করে দেয় কেন্দ্র। কিন্তু করের বেশিরভাগ অংশ কে নিচ্ছে? কেন্দ্র। সেস নিচ্ছে কে? কেন্দ্র। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির চেয়ে বেশি দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। তেলের বেশিরভাগ শুল্ক নিচ্ছে কেন্দ্র। সেলস ট্যাক্স অনেক বেশি। ভর্তুকি তুলে কর বাড়াচ্ছে কেন্দ্র। এটা তেল কেলেঙ্কারি। আদানি-অম্বানিদের শেয়ার ভ্যালু পড়েছিল। এবার শেয়ার ভ্যালু বাড়বে। মূল্যবৃদ্ধির কারণ তেল কেলেঙ্কারি। তার নায়ক কে? দিলীপ ঘোষের উচিত প্রতিবাদ করে তার গ্রেফতারি দাবি করা।' 



বিজেপির দেখাদেখি তৃণমূল রাস্তায় নেমেছে বলে দাবি করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন,'রাস্তায় নেমে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিধানসভার ভিতরে ও বাইরে আন্দোলন করছে। তা দেখে ওঁরাও চেষ্টা করছে। পেট্রো পণ্যের দাম আন্দোলন করে কমবে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলে কমবে। আন্দোলন করতে গেলে টিকা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে করা উচিত।' বিজেপির রাজ্য সভাপতির 'ভুল' শুধরে ফিরহাদ বলেন,'পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে মোদী সরকারের বিরুদ্ধে যেদিন রাজ্য বিজেপির প্রতিবাদের ক্ষমতা হবে সেদিন দিলীপ ঘোষকে স্যালুট করব। ভুয়ো টিকাকাণ্ডের অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে। হাইকোর্টও বলেছে সিট ঠিকমতো তদন্ত করছে। তেল কেলেঙ্কারিতে কাকে গ্রেফতার করা হবে?'