নিজে ভয় পেয়ে লোককে ভয় দেখাচ্ছেন, মমতার একদলীয় শাসন-দাবির পাল্টা দিলীপের
একুশের শহিদ দিবসের পর তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে আরও একবার বিজেপিকে নিশানা করলেন দলনেত্রী।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চে মমতার ভাষণের সিংহভাগ জুড়েই থাকল বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে এজেন্সি দিয়ে বিরোধীদের কোণঠাসা করার অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তার পাল্টা দিলীপ ঘোষ বলেন, 'নিজে ভয় পেয়েছেন বলেই লোককে ভয় দেখাচ্ছেন।'
একুশের শহিদ দিবসের পর তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে আরও একবার বিজেপিকে নিশানা করলেন দলনেত্রী। জুলাই ও অগাস্টের মাঝে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বেড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সক্রিয়তা। নোটিস গিয়েছে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে। বুধবার মোদী সরকারের বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রেডিকশন করে গেলাম, ওয়ান ইলেকশন, ওয়ান লিডার, ওয়ান পলিটিক্যাল পার্টি থাকতে চলেছে দেশে। এজেন্সিকে ভয় পাই না। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথানত করব না। জেলে গেলে ভাবব স্বাধীনতার লড়াই লড়ছি। দেশ পরাধীন হয়ে গেছে।'
বিধানসভা ভোটের আগে মমতার ৪২-এ ৪২টি আসনের দাবি স্মরণ করিয়ে দিলীপ ঘোষের খোঁচা, ওনার ভবিষ্যতবাণী সবসময় ভুল হয়। নিজে ভয় পেয়েছেন বলে লোককে ভয় দেখাচ্ছেন। রাজ্য বিজেপির সভাপতি বলেন, 'চিদম্বরমের কপালে যা হয়েছিল, ওনার কপালেও তা হবে। সেটা আগে থেকে বলে রাখছেন।'
রিজার্ভ ব্যাঙ্কের উদ্বৃত্ত অর্থ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন,'রিটায়ার্ডকে লোককে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। দেশের প্রতি কোনও টান নেই।' দিলীপ পাল্টা বলেন, 'পুরো প্রশাসনই রিটাচায়র্ড দিয়ে। কনট্র্যাক্টে অ্যাডভাইজার নিচ্ছেন। সরকারি অফিসাররা বাধা দিচ্ছেন। সে জন্য চুক্তিভিত্তিক লোক নিয়ে সমস্ত নথি প্রশান্তের হাতে তুলে দিতে চাইছেন।
আরও পড়ুন- বিজেপির যুব মোর্চায় তৃণমূলের ৪ প্রাক্তনী, বিদ্যুত মাশুল নিয়ে আন্দোলনের নির্দেশ