নিজস্ব প্রতিবেদন: রেড রোডে কার্নিভাল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,''মানুষকে আফিম খাইয়ে কার্নিভাল করা হচ্ছে। একসময় ঝাড়গ্রামে করা হতো। পরে ওখানকার মানুষ বুঝেছে। ফানুস ফেটে গিয়েছে। কলকাতার মানুষও একদিন বুঝবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিলীপ ঘোষ বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় এখন এক্সপায়ারি চিফ মিনিষ্টার। পিকে সরকার চালাচ্ছেন।লাশের রাজনীতি যারা করেছেন, রাজ্যপালের কথা তাদের খারাপ লাগছে। মানুষ মরছে, পূজোর চারদিনেও মানুষ খুন হচ্ছে। আর কার্নিভালের নামে খাওয়া দাওয়া , নাচাগানা চলছে।সারাভারতে অনেক স্বৈরাচারী শাসন শেষ করেছি। এবার এই রাজ্যে শেষ করব।''



রাজ্যে হিংসার অভিযোগ তুলে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। ১৫ অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন রাজ্য নেতারা। ওই দিনই দেখা করার কথা অমিত শাহের সঙ্গে। শনিবার জিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে রাজ্য বিজেপি। নালিশ জানানো হবে রাজ্যপালের কাছেও। এদিন দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বিজেপির ৮৫ জন কর্মীকে হত্যা করা হয়েছে। ৬০ জনের উপরে চলছে মিথ্যা মামলা। 


শুক্রবার় ফের জিয়াগঞ্জ খুনের ঘটনায় রাজনৈতিক যোগের কথা উড়িয়েছে পুলিস। এদিন রাজ্য পুলিসের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ পাওয়া যায়নি। বন্ধুপ্রকাশ পালের বাজারে দেনা হয়ে গিয়েছিল। প্রতিহিংসার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ দেখানো হয় জিয়াগঞ্জ থানাতেও।


আরও পড়ুন- জিনপিংকে ভারতীয় ঐতিহ্য, রামলীলা, মন্দির দর্শন করালেন মোদী