নিজস্ব প্রতিবেদন : "সবকিছুর একটা সীমা থাকা উচিত। গণতন্ত্র পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছে নাকি? এটা কি আফগানিস্তান হয়ে গিয়েছে?' রবিবার সকালে চা-চক্রে যোগ দিয়ে চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন দিলীপ ঘোষ। রাজ্য় সরকারের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দমদম স্টেশনের কাছে সাউথ সিঁথি রোডে নিয়ারা বাগান এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই ফের গতকাল সাংসদ সুনীল মণ্ডলের গাড়ির ওপর হামলা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, "আমরা ভদ্রলোক অত নীচে নামব না! সবকিছুর একটা সীমা থাকা উচিত। গণতন্ত্র পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে নাকি? এটা কি আফগানিস্থান হয়ে গিয়েছে নাকি? আমরা কারোও দয়ায় রাজনীতি করি না।"


পাশাপাশি, এদিন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, "উনি এলাকার সাংসদ। ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতেই পারেন। কিন্তু তা বলে অন্যান্যরা সভা করতে পারবেন না, এটা ঠিক নয়।" একইসঙ্গে, CAA চালু হবে বলেও মতুয়াদের আশ্বস্ত করতে শোনা যায় তাঁকে।


আরও পড়ুন, রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই