Dilip Ghosh: ``অফিসিয়ালি আমন্ত্রণ জানাননি মমতা``, বেঙ্গল সামিটে আসছেন না মোদী!
২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছিল আগেই।
নিজস্ব প্রতিবেদন: তিন মাস আগে প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে বলে আসলেও মুখ্যমন্ত্রীর তরফে অফিসিয়ালি কোনও নিমন্ত্রণ করা হয়নি। তাই প্রধানমন্ত্রীর আসার কোনও কথাই ছিল না, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিত থাকা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছিল আগেই। এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির মন্তব্য জল্পনা উসকে দিল। তিন বছরের বিরতির পর আগামী ২০ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজিত হতে চলেছে দু’দিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BJBS)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে রাজ্যের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
এদিকে পিআইবি-র তরফে জানানো হয়েছে, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাতে থাকবেন নরেন্দ্র মোদী। ফলে ২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম হয়ে যাতে খরচের পাশাপাশি রাজ্যে বাণিজ্য আসে সেই দিকে সরকার যাতে নজর দেন সেই আশা করেন দিলীপ ঘোষ।
অন্যদিকে, রাজ্য বিজেপির অন্দরে কোন্দল ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে। এই বিষয়ে নিয়ে তিনি জানান, রাজ্যে ভোট পরাজয় কর্মীদের মনে ক্ষোভ তৈরি করেছে এবং নতুন সংগঠন হওয়ায় অনেকে সেই মূল দায়িত্ব থেকে বাদ পড়েছেন। সেখানেও ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। তবে সাংগঠনিক ভাবে আলোচনার মধ্যে দিয়ে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।।
এর পাশাপশি সৌগত রায়ের বাড়ির সামনের ঘটনা নিয়েও তৃণমূলকে বিঁধতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, ''আমাদের কর্মীদের কিছু স্টেটমেন্ট বা কমেন্ট নিয়ে চিন্তিত হয়ে যাচ্ছেন। সেখানে তৃণমূলের নেতাদের বাড়ির সামনে ইট পড়ছে, বোম পড়ছে। পুরনো নেতারা হতাশ হয়ে গিয়েছেন। পার্টির অবস্থা দেখে খুনোখুনি হচ্ছে। বিজেপিতে সেটা হয়নি, হবেও না।''
আরও পড়ুন, BJP: বুধবার দিল্লিতে তলব, সোমবার হেস্টিংসে জরুরি বৈঠকে দিলীপ-অমিতাভ-সুকান্ত-শুভেন্দু