অয়ন ঘোষাল: সোমবার সকালে নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। রাজ্যের শাসকদল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন বিজেপি নেতা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জীবন সাহা গ্রেফতার। সিবিআই কি হাইপার এক্টিভ?


গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগে প্রাক্তন মন্ত্রী ধরা পরেছে। বাঘ ধরা পরেছে। তখন আপনাদের হাইপার এক্টিভ মনে হয়নি? এখন প্রসেস চলছে। ভালোই হচ্ছে। হয়তো বড় বড় লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাচ্ছিল না। এবার পাচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ঘাবড়ে যাবেন না। আপনাদের পাশে আমি আছি। এটা এতোদিন কেউ বলার ছিল না। তাই এতো দুর্নীতি হয়েছে। নেতাদের দেখুন, বড় ব্যবসায়ী, অফিসার, বিল্ডার, কে নেই! সবাই সাজা পাবে।‘


নিয়োগ দুর্নীতির জাল কতদূর?


শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই নিয়ে তৃতীয় বিধায়ক গ্রেফতার হয়েছে। সেই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর স্লোগান এগিয়ে বাংলা। সব ব্যাপারে এগিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক। দুর্নীতির রেকর্ড করবে। দেশের সব দুর্নীতিকে ছাপিয়ে যাবে। শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও জাল ছড়ানো আছে। এক মন্ত্রী ও তার মেয়েকে নিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন। সার্বিক ভাবে তৃণমূলের সমস্ত স্তরে এই দুর্নীতির জাল ছড়িয়ে গিয়েছে।‘


আরও পড়ুনSealdah: সপ্তাহের শুরুতেই টানা ২ দিন ট্রেন বন্ধ বারাসত-হাসনাবাদ রুটে....


প্রয়াগরাজ শ্যুট আউট এর পর জয় শ্রী রাম শ্লোগান?


অন্যদিকে প্রয়াগরাজের শ্যুটআউট প্রসঙ্গেও নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। দিলী পঘোষ বলেন, ‘সবাই শুনেছে। জয় শ্রী রাম। কেন? একটা লোক ৪১ বছর ধরে ক্রিমিনাল। কত কেস আছে কেউ জানেনা। সব ক্রিমিনাল কেস। সে রাস্তায় দাঁড়িয়ে শ্যুট আউট করেছে। একটা কেসেও তার সাজা হয়নি। তাকে টিকিট দিয়ে সাংসদ বানানো হয়েছে। নেতা বানানো হয়েছে। আজ তার বিরুদ্ধে পুলিস ব্যবস্থা নিয়েছে। এটা ঠিক, যা ঘটেছে, তা না ঘটলেই ভালো ছিল। পুলিস সাজা দেবে, এটাই কাম্য। সমাজের বহু মানুষকে অত্যাচার করেছে। সেই মাফিয়ার প্রতি যারা সমবেদনা জানাচ্ছে, তারা আরও বড় অপরাধী। তবে তাকে আইন অনুযায়ী সাজা দিলেই ভালো হতো।‘


আরও পড়ুন: Kolkata: আইএএস পরিচয়ে প্রতারণা! কলকাতায় গ্রেফতার অভিযুক্ত


স্কুলে গরমের ছুটি বাড়ানোর যৌক্তিকতা


সোমবার থেকে স্কুলের গরমের ছুটি দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গ্রামে পড়েছি। আমাদের সকালে স্কুল হত। জানিনা এখানে কি সমস্যা আছে। সারাবছর শিক্ষকরা দুয়ারে সরকার আর ধর্নায় ব্যস্ত। পড়ানোর সুযোগ পাননা। অর্ধেক শিক্ষক পদ খালি। এরকম অনেক স্কুলে আমি নিজে গিয়ে দেখেছি। তাই সুযোগ পেলেই ছুটি দিয়ে দাও। যারা শিক্ষক ছিল, তার মধ্যে আবার ভুয়ো শিক্ষক। তারা এখন ঘর বাড়ি ছেড়ে পলাতক। স্কুল ফাঁকা, কর্মী নেই, ঘন্টা বাজাবার লোক নেই। আসল সমস্যা ওটাই। গরমটা আছিলা। একটা অছিলা দরকার ছিল। সিবিআই ধরপাকড়ের পর অর্ধেক স্কুল খালি হয়ে গিয়েছে।‘


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)