Kolkata: আইএএস পরিচয়ে প্রতারণা! কলকাতায় গ্রেফতার অভিযুক্ত

 অভিযুক্তের নাম শান্ত কুমার মিত্র। বাড়ি, বেলেঘাটায়। তবে মাঝেমধ্যে হরিদেবপুরেও থাকত সে। পার্ক সার্কাসের একটি হোটেলে গা-ঢাকা দিয়েছিল শান্ত কুমার।

Updated By: Apr 16, 2023, 10:47 PM IST
Kolkata: আইএএস পরিচয়ে প্রতারণা! কলকাতায় গ্রেফতার অভিযুক্ত

রণয় তেওয়ারি: কলকাতায় ভুয়ো IAS অফিসার! কম দামে সরকারি ফ্ল্যাট, এমনকী বারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রতারণা? অবশেষে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের কাছে পাওয়া গেল বেশ কিছু নথি। বাজেয়াপ্ত পুলিসের স্টিকার লাগানো গাড়িও।

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম শান্ত কুমার মিত্র। বাড়ি, বেলেঘাটায়। তবে মাঝেমধ্যে হরিদেবপুরেও থাকত সে। পার্ক সার্কাসের একটি হোটেলে গা-ঢাকা দিয়েছিল শান্ত কুমার। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিস।

আরও পড়ুন: Jadavpur University: 'ইচ্ছুক অধ্যাপক ও গবেষকদের জন্য লাইব্রেরি যেন খোলা রাখা হয়'

গত বছরের ডিসেম্বরের শান্তকুমারের বিরুদ্ধে বড়তলা থানার অভিযোগ দায়ের করেছিলেন মঞ্জু ঘোষ নামে মহিলা। তাঁর দাবি, অভিযুক্ত নিজেকে IAS অফিসার পরিচয় দিয়ে রাজারহাটের মেগাসিটিতে কম দামে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সঙ্গে বারের লাইসেন্সও! কিন্তু কথা রাখতে পারেনি শান্ত কুমার। এমনকী টাকাও ফেরত দেয়নি! অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.