নিজস্ব প্রতিবেদন: গণতান্ত্রিক দলে মতভেদ থাকে। তৃণমূল বড় দল। এতদিন ক্ষমতায় আছে, মতভেদ থাকতেই পারে। দলের প্রতি নেতা-কর্মীরা দায়বদ্ধ। তৃণমূলে মুষলপর্ব শুরু হলে বিজেপির লাভ। দল এক থাকলে তো ওরা ফায়দা তুলতে পারবে না। দিলীপ ঘোষের 'মুষলপর্ব' কটাক্ষ নিয়ে পাল্টা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।   
  
শুক্রবার সৌগতবাবু বলেন,''বিজেপির কথার কোনও গুরুত্ব নেই। যে কোনও গণতান্ত্রিক দলে মতভেদ থাকেই। তৃণমূল বড় দল। এতদিন বাংলার ক্ষমতায় আছে। মতভেদ হতে পারে। দলের প্রতি নেতৃত্ব দায়বদ্ধ। মুষলপর্ব যদি হয় তাহলে তো বিজপির লাভ। তৃণমূল এক থাকলে বিজেপির কোনও সম্ভাবনাই থাকবে না। ওরা তাই আশা করছে, তৃণমূল ধসে পড়বে।'' শুভেন্দু-বেচারামকে নিয়ে সৌগতবাবু বলেন, শুভেন্দু গতকাল যে বিবৃতি দিয়েছে, তা অন্যরকম। বেচারাম মান্নাও প্রতিবাদ তুলে নিয়েছে। দল যেখানে অশান্তি দেখছে ব্যবস্থা নিচ্ছে এবং নেবেও। এনিয়ে বিজেপির এত চিন্তিত হওয়ার কারণ নেই।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন দিলীপবাবু বলেন,''তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে। আমরা সংগঠন বাড়াচ্ছি। বাংলায় পরিবর্তনের চেষ্টা করছি। তৃণমূল তো ভেঙে যাচ্ছে। নিজেদের লোকেদের  সামলাতে পারছে না। কোনও বিধায়ক ইস্তফা দিচ্ছেন। কেউ বলছেন, আর দাঁড়াব না। এটা সবে শুরু হল।''


আরও পড়ুন- হামলা করে বুঝিয়ে দিল বাংলা নিয়ে প্রধানমন্ত্রী সঠিক বলেছেন: দিলীপ