প্রতিবাদ, অবরোধ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ‘রণক্ষেত্র’ চন্দ্রকোনার ক্ষিরপাই
রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে এদিন বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় চন্দ্রকোনার ক্ষিরপাই এলাকা। অভিযোগ অবরোধকারীরা তৃণমূল বিধায়ক ছায়া দলুই কে উদ্দেশ্য করে ক়টূক্তি করে। এরপরেই তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন,''সুশাসনে মন দেওয়ার চেয়ে বিরোধীদের উপরে হামলা করছে শাসক দল''।
দিলীপের কথায়,''এটাই প্রথমবার নয়, এর আগেও আমাদের দলের কর্মীদের উপরে হামলা চালিয়েছে তৃণমূলী দুষ্কৃতী। আমাদের দলের বহু কর্মীই আজ ঘরছাড়া''।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ পথ অবরোধ করেছিলেন বিজেপি সমর্থকরা। চন্দ্রকোনার ক্ষিরপাই এলাকার হালদার দিঘির মোড়ে পথ অবরোধের জেরে আটকে পড়েন তৃণমূল বিধায়ক ছায়া দলুই। অভিযোগ ছায়া দলুই কে উদ্দেশে ক়টূক্তি করে বিক্ষোভকারীরা। এরপরেই তৃণমূল- বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের ৭জন।বিজেপির অভিযোগ পরিকল্পনা করে ঝামলা শুরু করে তৃণমূল।
দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে এদিন বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় চন্দ্রকোনার ক্ষিরপাই এলাকা। অভিযোগ অবরোধকারীরা তৃণমূল বিধায়ক ছায়া দলুই কে উদ্দেশ্য করে ক়টূক্তি করে। এরপরেই তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন,''সুশাসনে মন দেওয়ার চেয়ে বিরোধীদের উপরে হামলা করছে শাসক দল''।
দিলীপের কথায়,''এটাই প্রথমবার নয়, এর আগেও আমাদের দলের কর্মীদের উপরে হামলা চালিয়েছে তৃণমূলী দুষ্কৃতী। আমাদের দলের বহু কর্মীই আজ ঘরছাড়া''।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ পথ অবরোধ করেছিলেন বিজেপি সমর্থকরা। চন্দ্রকোনার ক্ষিরপাই এলাকার হালদার দিঘির মোড়ে পথ অবরোধের জেরে আটকে পড়েন তৃণমূল বিধায়ক ছায়া দলুই। অভিযোগ ছায়া দলুই কে উদ্দেশে ক়টূক্তি করে বিক্ষোভকারীরা। এরপরেই তৃণমূল- বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের ৭জন।বিজেপির অভিযোগ পরিকল্পনা করে ঝামলা শুরু করে তৃণমূল।
সোমবার কাঁথির সংহতি হলে বিজেপির সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। ওই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, বিজেপির গাড়ি ঢুকতেই কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উদ্দেশে গালিগালাজ করে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ১৫ টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চলে দিলীপ ঘোষের গাড়িতেও।
আরও পড়ুন- ক্লাসরুমে পেন হাতে মনের কথা লিখছে হনুমান! দেখুন সেই ভিডিও