Dilip Ghosh: `বানান ভুল`, দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা
তারপরেই প্রতিবাদ জানায় হাত শিবির। বিজেপি নেতাকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী।
নিজস্ব প্রতিবেদন: অভিনব প্রতিবাদ। সংসদে বিক্ষোভ দেখানোর সময় দিলীপ ঘোষের প্ল্যাকার্ডে কন্যাশ্রী বানান ভুল। তারপরেই প্রতিবাদ জানায় হাত শিবির। বিজেপি নেতাকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। ই-মেল করে বর্ণপরিচয়ের পিডিএফ পাঠালেন তিনি। লিখেছেন, 'দায়িত্বশীল নাগরিক হিসাবে এটা কর্তব্য।'
স্পিড পোস্টে আগামীকাল নাকি পৌঁছে যাবে বইও। বিজেপির রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ করে কংগ্রেসের বক্তব্য়, আশা করি পরের বার থেকে বই পড়ে ডিসপ্লে বোর্ড তৈরি করবেন দিলীপ ঘোষ। তবে প্ল্যাকার্ডে কন্যাশ্রী বানান ভুল নিয়ে প্রথমে টুইটে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়ই। এরপরেই কংগ্রেসের তরফে কৌস্তুভ বাগচীকে অভিনব প্রতিবাদের পন্থা নিতে দেখা যায়।
আরও পড়ুন, CPM: সীতারামের তিরস্কার, 'বিজেমূল' ভুল স্বীকার করে প্রচারের দায় নিলেন Surjya Kanta
কৌস্তুভ বাগচী বলেন, ''আমি দেখলাম সংসদের বাইরে দিলীপ ঘোষ-সহ বিজেপির নেতারা প্রতিবাদ করছেন। প্রতিবাদের ইস্যু নিয়ে কোনও বক্তব্য নেই। তাতে আমরাও পাশে রয়েছি। কিন্তু বাঙালি হিসাবে যা চোখে পড়ল প্ল্যাকার্ডগুলোতে যে সমস্ত বানান লেখা ছিল। ব্যকরণের স্পষ্ট জ্ঞান না থাকাতেই এটা ঘটেছে। তাই দায়িত্বশীল বাঙালি হিসাবে মনে হয়েছে, দিল্লির বুকে তাঁদের হাতে ওরকম বানান দেখে মানুষ কী ভাববে! সে কারণেই বর্ণপরিচয় পাঠানো উচিত। বাঙালির সম্মান যেন অটুট থাকে।''
তবে এই 'বানান বিতর্কে' দিলীপ ঘোষের বক্তব্য, অনুবাদ করতে গেলে এরকম হয়ে থাকে।