অঞ্জন রায় 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান দিলীপ ঘোষ। লোকসভা ভোটের ঠিক আগেই রাজ্য বিজেপির সভাপতির মুখেই শোনা গেল, বাঙালি প্রধানমন্ত্রী হলে ওনার সুযোগ রয়েছে।


২০১৯ সালের আগে মোদী বিরোধী মহাজোট নিয়ে চলছে জোর চর্চা। ডিসেম্বরে দিল্লিতে গিয়ে মহাজোটের বৈঠক করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সকলের মুখেই এক রা, ভোটের পরই ঠিক হবে প্রধানমন্ত্রীর মুখ। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার স্পষ্ট করেছেন, গ্রহণযোগ্য মুখকেই বেছে নেওয়া হবে। আগে থেকে মুখ বাছাই করে নির্বাচনে লড়াই করবে না বিরোধীরা।


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রচার চালাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকি ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গিয়েছে বাঙালি প্রধানমন্ত্রীর কথা। এহেন প্রেক্ষাপটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, বাঙালি প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ রয়েছে। 


কী বললেন দিলীপ? বিজেপির রাজ্যসভাপতি বলেন, ''ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর সাফল্যের উপরে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ভর করছে। উনি সুস্থ থাকলে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা রয়েছে। ওনার কাছে সে সুযোগ আছে। সিপিএমের কারণে জ্যোতিবাবুকে ফসকে ফেলেছি। এর আগে প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন, এবার বাঙালি প্রধানমন্ত্রী দরকার''। বিজেপি থেকেও তো বাঙালি প্রধানমন্ত্রী হতে পারে? দিলীপের জবাব, এখনই সেই সুযোগ নেই। 


আরও পড়ুন- বেআইনি খনি মামলায় সিবিআই নজরে অখিলেশ যাদব, ১৪টি জায়গায় তল্লাশি


মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে দেশে রাম মন্দির তৈরি হবে বলে অতিসম্প্রতি মন্তব্য করেছিলেন কপিলমুনির আশ্রমের প্রধান পুরোহিত। তখনও দিলীপবাবুরা দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছিলেন। হঠাত্ কী এমন হল, যে মমতার প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ দিলীপ ঘোষের মুখে উলটো সুর? লোকসভা ভোটের আগে কীসের ইঙ্গিত দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি? গোটা প্রেক্ষাপটই ঘেঁটে ঘ করে দিলেন দিলীপ, মত রাজনৈতিক মহলের একাংশের। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার সরস মন্তব্য, 'এটা হাইলি সাসপিসাস'।