রাজ্যসভায় সৃঞ্জয় বসুর আসনে প্রার্থী হচ্ছেন দোলা সেন। বুধবার নবান্নে দোলা সেনের নামেই সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে বিজেপির কাছে হেরে গিয়েছিলেন দোলা সেন। এবার তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী। এতদিন রাজ্যসভায় তৃণমূলের কোনও মহিলা প্রতিনিধি ছিলেন না। দোলা সেনকে মনোনয়ন দেওয়ায় রাজ্যসভাতেও এবার তৃণমূলের মহিলা প্রতিনিধিত্ব থাকছে।


সারদা কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পরই তৃণমূল কংগ্রেস ছাড়েন সৃঞ্জয় বসু। রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। একইসঙ্গে, দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেন।  কালেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁর সিদ্ধান্ত জানান সৃঞ্জয় বসু। সারদা মামলায় ২১ নভেম্বর সৃঞ্জয় বসুকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারির পর থেকেই তাঁর সঙ্গে দলের সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছিল। ঘনিষ্ঠমহলে সৃঞ্জয় জানিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে থাকার জন্যই তিনি সারদা মামলায় ফেঁসেছেন।