Sainthia Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভল্যান্টিয়ারের বাড়ি, ছিন্নভিন্ন প্রতিবেশী যুবকের দেহ

Sainthia Blast: প্রতিবেশী এক মহিলা বলেন, বিস্ফোরণের শব্দ শুনেই ছুটি আসি। এসে দেখি মাটিতে পড়ে রয়েছে বিপদতারণ

Updated By: Nov 10, 2024, 05:31 PM IST
Sainthia Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভল্যান্টিয়ারের বাড়ি, ছিন্নভিন্ন প্রতিবেশী যুবকের দেহ

প্রসেনজিত্ মালাকার: বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার তীব্র শব্দে কেঁপে ওঠে এক সিভিক ভল্যান্টিয়ারের বাড়ি। প্রাণ হারান এক ব্যক্তি। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ভাঙচুর হল তার বাড়ি। জানা যাচ্ছে গ্যাস বেলুন ভরার গ্যাস সিলিন্ডার ফেটে ওই বিস্ফোরণ ঘটে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- জমি আন্দোলনে ওর কোনও ভূমিকাই নেই, শহিদ দিবসে শুভেন্দুর 'পরিযায়ী' কটাক্ষের পাল্টা সুফিয়ানের

এখনওপর্যন্ত জানা যাচ্ছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম বিপদতারণ বাগদি। যে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার নাম দূর্গাপ্রসাদ ভট্টাচার্য। সাঁইথিয়ায় ইনতেজাম এলাকার ওই বিস্ফোরণে এলাকায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। জানা যাচ্ছে বেলুনে গ্যাস ভরার জন্য দূর্গাপ্রসাদের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল সেটিই কোনও কারণে ফেটে যায়।

বিস্ফোরণের পর ওই সিভিক ভল্যান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় মানুষজন। তাদের দাবি, ওই সিভিক ভল্যান্টিয়ারকে শাস্তি দিতে হবে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কীভাবে এরকম গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা যায় তা নিনে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ মানুষজন। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে পুলিস।

প্রতিবেশী এক মহিলা বলেন, বিস্ফোরণের শব্দ শুনেই ছুটি আসি। এসে দেখি মাটিতে পড়ে রয়েছে বিপদতারণ। কী হয়েছে জানতে চাইলে ও বলে, বেলুনে গ্যাস ভরছিল। হঠাত্ সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণের পরই বাড়িতে ঢুকে যায় দূর্গাপ্রসাদের বাড়ির লোকজন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.