নিজস্ব প্রতিবেদন: গতবছর ২২ মার্চ বিজ্ঞপ্তি জারি করে লকডাউন (Lockdown) ঘোষণা করেছিল রাজ্য সরকার (West Bengal Govt)। সেই খবরই ফেসবুকে প্রকাশ করেছিল Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। একবছর পর সেই পুরনো ভিডিয়ো শেয়ার করা হচ্ছে ফেসবুকে। এতে ছড়াচ্ছে গুজব। অথচ ভিডিয়োটির প্রকাশের সময় দেওয়া রয়েছে, ২২ মার্চ, ২০২০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৩ মার্চ বিকেল থেকে ৪টে থেকে লকডাউন.... ফেসবুকে Zee ২৪ ঘণ্টার এই ভিডিয়োটি শুনেই আঁতকে উঠছেন মানুষ। সত্যিই কি তাই? এই খবরটি সঠিক হলেও তা গতবছরের। সেটি নতুন করে প্রকাশ করেনি Zee ২৪ ঘণ্টা। বিচার-বিশ্লেষণের আগেই শেয়ার করে দিচ্ছেন নেটিজেনরা। আর তাতেই হু হু করে ভাইরাল হয়েছে পুরনো ভিডিয়োটি। শেয়ারের আগে ব্যবহারকারীরা প্রকাশের তারিখও দেখছেন না। অথচ উপরে জ্বলজ্বল করছে, ২২ মার্চ, ২০২০।               



পাঠকদের অনুরোধ, গতবছরের ভিডিয়ো শেয়ার করে গুজব ছড়াবেন না। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে কোনও বার্তা আসার আগে ভালো করে বিচার করুন। তারপরই শেয়ার করুন। গুজব রুখে দিন। সজাগ করুন পরিচিতদের। 


আরও পড়ুন- দেশ জুড়ে ফের করোনা-আতঙ্ক; ভোটের মুখে আগাম ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন