নিজস্ব প্রতিবেদন: ভোররাতে নিউটাউন সাপুরজি এলাকায় দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে লাইট পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায় একটি প্রাইভেট গাড়ি। এরপরই আগুন ধরে যায় গাড়িতে। সেই সময় গাড়িতে ৫ জন যাত্রী ছিল বলে পুলিস সূত্রে খবর। যদিও দুর্ঘটনার পর তাঁদের কোনও খোঁজ মেলেনি। খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছয় দমকল। একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। নিখোঁজ যাত্রীদের খোঁজ চালাচ্ছে টেকনসিটি থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  কর্তব্যরত পুলিস কর্মীকে বেধড়ক মারধর বাম ছাত্র-যুবদের, প্রাণ বাঁচালেন কোনওক্রমে


প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন গভীর রাতে নিউটাউন সাপুরজি এলাকায় একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। একপর লাইটপোস্টে ধাক্কা মারতেই তৎক্ষণাৎ গাড়িতে আগুন লেগে যায়। গাড়ির মধ্যে পাঁচজন ছিল বলেই পুলিসকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে টেকনো সিটি থানার পুলিস। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, মদ্যপ অবস্থায় বেপরোয়াগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। বাকিরাও তারা মদ্যপ অবস্থায় ছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।