নিজস্ব প্রতিবেদন: বুধবার চেতলার কর্মী সম্মেলন থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপদেশ, 'বেশি সাজুগুজু করবে না'। বৃহস্পতিবারই নেত্রীর কথা রাখলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। 'দিদি'র দেওয়া ধুতি-পাঞ্জাবি পরে ভবানীপুরে প্রচারে নামলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার নিজের এলাকা ভবানীপুরের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) হয়ে প্রচার করেন মদন মিত্র (Madan Mitra)। পরণে ছিল 'দিদি'র  দেওয়া ৪৬ সাইজের কালো পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় শান্তিনিকেতনের উত্তরীয়। পুজোর জন্য উপহার দিয়েছিলেন নেত্রী। বৃহস্পতিবারই পরে ফেললেন মদন। সাফ জানালেন, "দিদির জন্য প্রচারে নামা মানেই আমার মহাষ্টমী।"


আরও পড়ুন: Durga Puja 2021: মন্ডপে মা দুর্গার পাশেই Sonu Sood-এর মূর্তি, উদ্বোধন করবেন অভিনেতা স্বয়ং


আরও পড়ুন: Kolkata: মৃত অভিজিৎ সরকারের দেহ নেওয়া নিয়ে NRS-এ ধুন্ধুমার, পুলিস-বিজেপি 'ধস্তাধস্তি'


এদিন প্রচারে নেমে কামারহাটির বিধায়ক বলেন, "বাংলা নিজের মেয়েকে চায়। বহুদিন বাদে ঘরের মেয়ে ঘরে ফিরেছে। এই নির্বাচনের পরেই আমাদের লক্ষ্য ত্রিপুরা চলো।