Duare Sarkar: পুজোর আগেই রাজ্যে ফের চালু `দুয়ারে সরকার`, নতুন কী পরিষেবা মিলবে এবার?
শেষবার দুয়ারে সরকার হয়েছিল এপ্রিলে, পঞ্চায়েত ভোটের আগে। সেপ্টেম্বরে দু`দফায় এবার একমাস ধরে চলবে এই কর্মসূচি। নাম নথিভুক্ত করতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও।
সুতপা সেন: পুজোর আগে রাজ্যে ফের চালু হচ্ছে 'দুয়ারে সরকার'। দু'দফায় এবার একমাস ধরে চলবে এই কর্মসূচি। মিলবে রাজ্য সরকারের দুটি নয়া প্রকল্পের সুবিধাও। কবে? সেপ্টেম্বরে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'চব্বিশে লোকসভা ভোটে ইলেকট্রনিক মেশিন হ্যাক করার ব্যবস্থা করছে বিজেপি'!
পঞ্চায়েত ভোট তখন দোরগোড়ায়। বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে, এপ্রিল 'দুয়ারে সরকার' অনুষ্ঠিত হয়েছিল রাজ্যে। সেবার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল, '২০২০ সালে ডিসেম্বর থেকে এই প্রকল্প চালু করেছে সরকার। এখনও পর্যন্ত রাজ্যে ৩ কোটি ৭১ লক্ষ ক্যাম্প করা হয়েছে। উপকৃত হয়েছেন ৬ কোটি ৭৭ লক্ষ মানুষ'।
ব্যবধান পাঁচ মাসের। নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, প্রথম দফায় ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত 'দুয়ারে সরকার'-এর ক্য়াম্পে বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য় আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। বাদ যাবেন না পরিযায়ী শ্রমিকরাও। পরিষেবা মিলবে দ্বিতীয় পর্যায়ে, ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত।
রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতার আসার পর, একটি নয়া প্রকল্প ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। নাম, 'দুয়ারে সরকার'। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্য়ম্পে করে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: 'রক্ত লাগলে জানাবেন', বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে দেবাংশুর পোস্টে বিতর্ক