নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচার, NRS-এ মৃত্যু সদ্যজাতর, শিকার আরও ২৩
মঙ্গলবার চিকিত্সক অস্ত্রোপচার করেন। কিন্তু, নিম্নমানের সুতো দিয়ে সেলাই করার কারণে বার বার সুতো ছিঁড়ে যায়।
নিজস্ব প্রতিবেদন: নিম্নমানের সুতো। আর সেজন্যই ১০দিনের সদ্যজাতকে তিন -তিনবার অস্ত্রোপচার করল হাসপাতাল কর্তৃপক্ষ। আর তারই পরিণতি মৃত্যু। ধকল সামলাতে না পেরেই মৃত্যু হয়েছে শিশুর। মর্মান্তিক এ ঘটনা এনআরএসের। মলদ্বার না থাকায় বাদুড়িয়ার শিশুকে NRS-এর শিশু বিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিত্সক অস্ত্রোপচার করেন। কিন্তু, নিম্নমানের সুতো দিয়ে সেলাই করার কারণে বার বার সুতো ছিঁড়ে যায়।
আরও পড়ুন: সাত দফা দাবিতে ধর্মঘটে WBTC-র অস্থায়ী কর্মীরা, ব্যাহত পরিষেবা
এরপর পর পর তিনবার অস্ত্রোপচার করতে হয়। একই স্থানে একাধিকবার অস্ত্রোপচারের ধকল সামলাতে না পেরে বৃহস্পতিবার মৃত্যু হয় শিশুর। পরিবারের অভিযোগ, কমদামি নিম্নমানের সুতো ব্যবহার করার কারণেই মৃত্যু হয়েছে একরত্তির। এ নিয়ে সুপারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে কোম্পানি সুতো সরবরাহের দায়িত্বে ছিল তার খোঁজ করা হচ্ছে।
হাসপাতালের এক কর্তা জানান, "রোগীর পরিবারকে সুতো কিনে দিতে বলা হচ্ছে। এটা বেআইনি। কিন্তু এই মুহূর্তে বিভাগে থাকা সুতো দিয়ে সেলাই করলেই তা ছিড়ে যাচ্ছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।" তিনি জানান, "কোন সংস্থা সুতো সাপালাই করেছে তা খুঁজে দেখা হচ্ছে।"
শুধু বাদুড়িয়ার সদ্যোজাত নয়, জানা গিয়েছে, NRS-এ সুতো কাণ্ডের শিকার আরও অনেকেই। খেলতে খেলতে চোট পায় হুগলির বাসিন্দা ৮ বছরের শেখ শামিম। সেলাই করে বাড়ি নিয়ে যায় পরিবার। সেলাই কাটাও হয়ে যায়। সমস্যা শুরু হয় তারপর। সারা দেহে ছড়ায় সংক্রমণ।
NRS-এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যাদবপুরের সদ্যোজাতও। অভিযোগ, সেখানেও বার বার নিজে থেকে খুলে যায় সেলাই। মলদ্বার না থাকায় অপারেশন হয় ১৩ দিনের সদ্যোজাতের। সেলাই খুলে যাওয়ায় বাইরে থেকে সুতো কিনে আনার পরামর্শ দেন ডাক্তার। সে সুতোর দাম নেয় হাজার টাকার ওপর। হাসপাতালেরই একটি সূত্র জানাচ্ছে, NRS-এ যে সুতো ব্যবহার হয়, তা কেনা হয়েছিল মাত্র ৬০ টাকায়।