অবসাদেই আত্মঘাতী! সকালে বাথরুমের জানলা খুলে ২৪ তলা থেকে ঝাঁপ কিশোরের
বেশ কিছুদিন ধরেই ওই ছাত্র অবসাদে ছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: অবসাদই প্রাণ কাড়ল কিশোরের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাথরুমের জানলা খুলে ঝাঁপ সোমবার সকালে বাথরুমের জানলা খুলে আত্মঘাতী হয় ওই কিশোর। বেশ কিছুদিন ধরেই ওই ছাত্র অবসাদে ছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা একটি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। মৃত কিশোর কলকাতার একটি নামি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র এর আগে মুম্বই-তেই থাকত কিশোর। বড় হয়ে ওঠা সেখানেই। গত বছর জুলাই মাসে কলকাতায় আসে সে। তাহলে কি পরিবেশ বদলের কারণেই মানসিক অবসাদ? ভাবাচ্ছে গোয়েন্দাদের।
আনন্দপুর থানা এলাকার অভিজাত এক আবাসনের ২৪ তলা থেকে পড়ে কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। এদিন ওই আবাসনের ৫ নম্বর টাওয়ারের নিচ থেকে কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিবপুর শ্যুটআউট, সবজি বিক্রেতা সেজে বিহারের নাবাদা থেকে মূল অভিযুক্তকে ধরল পুলিস
তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে আনন্দপুর থানার পুলিস এবং লালবাজারে গোয়েন্দা বিভাগ। জানা যায়, টাওয়ারের নিচে একটি সাইকেল রাখা ছিল। সেই সাইকেলের উপর কিশোর পড়ে যায়। পড়ে তদন্তে স্পষ্ট হয় যে তীব্র অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছে কিশোর।