সৌরভ পাল 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘুম নেই! চোখ বুঝলেই যেন দেখতে পাচ্ছেন স্বপ্নসুন্দরীকে। ভক্ত যেন হাত বাড়িয়েই ছুঁয়ে নিচ্ছেন তাঁর প্রাণেশ্বরীর মুখ। মনে পড়ে যাচ্ছে, ২০১৭-র জুন মাসের সেই দিনটার কথা। পরনে গরদের শাড়ি, চুলের খোপায় ফুল, মিস 'হাওয়া হাওয়াই'কে যেন একহাত দূরেই দেখতে পাচ্ছেন নাকতলার তাপসবাবু।  


আরও পড়ুন- হৃদরোগেই মৃত্যু শ্রীদেবীর, সামনে এল ফরেন্সিক রিপোর্ট


২০১৭ সালের ৭ জুলাই, (সম্প্রচারিত) 'মম' ছবির প্রচারে দাদাগিরি'তে এসছিলেন বলিউডের প্রথম মহিলা মেগাস্টার শ্রীদেবী। ঘটনাচক্রে সেদিন দাদাগিরি'র মঞ্চে প্রতিযোগী ছিলেন নাকতলার মাস্টারমশাই তাপস বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রথম দেখা শ্রীদেবীর সঙ্গে। জীবনের ৫৪তম বসন্তে এসে ড্রিম গার্লের সঙ্গে দেখা হয়ে যাবে, কল্পনাও করেননি মধ্যবিত্ত মাস্টারমশাই। তবে এটাই বোধহয় ভাগ্যের চাকা। সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইন্ধনেই শ্রীদেবী তাপসবাবুকে জিজ্ঞেস করেছিলেন, 'আপ সাদি কিউ নেহি কিয়ে?' রসিক স্বভাবের তাপসবাবু উত্তর দিয়েছিলেন, "ক্যায়া করু, আপ জেয়সা কৌই মিলা হি নেহি।" মাস্টারমশাইয়ের উত্তরে সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন মিস 'রূপ কি রানি'। 



তারপর টানা দুই-আড়াই ঘণ্টা শোয়ের ফাঁকে মুখোমুখি হয়েছেন শ্রীদেবী এবং তাপসবাবু। এরপর 'চাঁদনী' থেকে 'সদমা', শ্রীদেবীর ছবি নিয়ে একটা প্রশ্নের উত্তরও মিস করেননি মাস্টারমশাই। ভেবছিলেন সেদিনের ওই সাক্ষ্মাৎ-কে পাথেয় করেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন ব্যাচলর তাপসবাবু। স্বপ্নবোনা শুরুই হয়েছিল, এমনই সময় যেন বজ্রপাত! দুবাইয়ে পারিবারিক অনুষ্ঠানে গিয়ে হৃদরোগের কাছে নিজেকে সঁপে দিলেন 'চাঁদনী'। নিয়তির কি পরিহাস, যেদিন দাদাগিরির গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হল (২৫ ফেব্রুয়ারি), সেদিনই সকাল সকাল সামনে এল শ্রীদেবীর মৃত্যুর খবর। 



কোমল হৃদয়ের শ্রীদেবী তাঁর মনে যে দোলা দিয়েছিলেন গত বছর জুনে, এই দোলের আগেই তা কেমন যেন হঠাৎ থেমে গেল। রাঙিয়ে দিয়ে যাওয়ার আগে, কাঁদিয়ে দিয়ে গেলেন শ্রীদেবী। দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালেতে সচিনকে সৌরভ যখন বলছেন তাপসবাবু আজীবন ব্যচলর থেকে গেলেন, কারণ শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়নি, তখন টেলিভিশনের পর্দায় আর তাকাতেই পারলেন না ৫৪'র এই বাঙালি 'যুবক'। কারণ, টেলিভিশন সেটে তখন শিরোনামে 'চাঁদের দেশে চাঁদনী'।


আরও পড়ুন- শ্রীদেবী ও দিব্যার মধ্যে রহস্যজনক যোগসূত্রটা কী জানেন?