অয়ন ঘোষাল: সাবেকি পুজোর সঙ্গে সঙ্গে বাংলার দুর্গা পুজোয় (Durga Puja 2022) থিমের ঝলক বেড়েছে। দেবী প্রতিমার পাশাপাশি অসুর নিয়েও পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে পুজো কমিটিগুলো। সেই প্রচেষ্টাকেই এবার আরও অভিনব ভাবনায় তুলে ধরতে চলেছে শহরের একটি পুজো কমিটি- 'মানস বাগ সার্বজনীন'। এবার ৭৫তম বর্ষে তাঁদের চমক 'রোরাসুর'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে এই রোরাসুর?


ইতিমধ্যে পোস্টারের মাধ্যমে রোরাসুরের পরিচয় সকলের সামনে এনেছে 'মানস বাগ সার্বজনীন'। লেখা হয়েছে ছড়াও। 


"কলিকালের অসুর 
রো রা সু র 
হবে খান খান 
ত্রিশূল বধিবে
ঘৃণ্য বাক্যবাণ"


ক্লাব কর্তারা 'রোরাসুর'-এর পরিচয় সরাসরি মুখে না আনলেও, পোস্টার দেখে স্পষ্ট যে এই 'অসুর' আসলে ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। ক্লাব কর্তাদের দাবি, "যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য বাংলার দুর্গাপুজো UNESCO-র হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। অতিমারিতে যে মুখ্যমন্ত্রী বাংলার পুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছেন। সেই মুখ্যমন্ত্রী সম্পর্কে কুবাক্য ব্যবহার করেছেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। এখানে অসুর হল তাঁর কদর্য ভাষা। যা জনসমক্ষে মুখে আনা যায় না।"



ক্লাব সূত্রে খবর, ইতিমধ্যে কুমোরটুলিতে প্রতিমা তৈরির যে বরাত দেওয়া হয়েছে, সেখানে অসুরের মুখ হবে রোদ্দুর রায়ের মুখে আদলে। ক্লাবের মহিলারা ত্রিশূল দিয়ে এই 'রোরাসুর'কে প্রতীকী বধ করবেন। এরপর শুরু হবে পুজো।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)