বিপর্যয়ের রেশ কাটিয়ে ঘুরে দাঁড়াল বউবাজার, দুর্গাপুজো এবারও হবে যথাস্থানেই
ব্যানার টাঙিয়ে সদর্পে জানিয়ে দিল বিপর্যস্ত কিন্তু হার না মানা স্যাকরা পাড়া ।
নিজস্ব প্রতিবেদন: বিপর্যয় যা হওয়ার, হয়ে গেছে। হারানো সময় ফেরত পাওয়া যাবেনা। ফিরে পাওয়া যাবে না সাকিন ঠিকানা। অন্ততঃ আগামী বেশ কয়েক মাস, বা বছর। বউবাজারের স্যাকরা পাড়ার পুজো হবে না ভেবে নিয়ে আশেপাশের বেশ কিছু পুজো কমিটি তাদের ওপেন অফার দিয়ে রেখেছিল। নেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার বলেছিল, সপ্তমীর কলা বউ স্নান থেকে অষ্টমীর অঞ্জলি, বিপর্যস্ত বউবাজারের সব কটি পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাদের পুজো নেই তো কি হয়েছে? এই পুজোই তাদের পুজো।
একই প্রস্তাব দিয়েছিল জগত মুখার্জি পার্ক। তবে সেসবের প্রয়োজন হল না। বিপর্যয়ের জের কাটিয়ে নিজেই ঘুরে দাঁড়ালো বউবাজার।
স্যাকরা পাড়ার পুজো এবার হবে যথাস্থানেই। কলেবরে ছোট হলেও খামতি থাকবে না পুজোর উপচারে। হিদারাম ব্যানার্জি লেন ও স্যাকরা পাড়ার সংযোগস্থলে হবে মাতৃ আরাধনা। ব্যানার টাঙিয়ে সদর্পে জানিয়ে দিল বিপর্যস্ত কিন্তু হার না মানা স্যাকরা পাড়া ।