অয়ন ঘোষাল: ফের বউবাজারে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। রাতারাতি ফের বাড়িছাড়া। ভোররাতে বউবাজারের মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। কেএমআরসিএলের কাজের জন্য ফাটল বলে অভিযোগ। সকালে জিনিসপত্র নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে অসহায় বাসিন্দারা। মেট্রো রেলের কাজের কারণেই বউবাজারের ১০টি বাড়িতে ধরল ফাটল। তবে বারবার ফাটল কেন? প্রশ্ন ক্ষতিগ্রস্তদের। এই কারণে প্রায় দুশোজন বাসিন্দাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। বিষয়টি নিয়ে নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (কেএমআরসিএল) তরফে জানানো হয়েছে, শিয়ালদার অভিমুখে মেট্রো লাইনে ক্রস প্যাসেজে কাজ চলছিল। রাত তিনটে নাগাদ জল বের হতে দেখা যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Mamata Banerjee: মালবাজারকাণ্ডের পর ফের ৩ দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী


২০১৯-এ প্রথমবার। চলতি বছরে দুর্গা পিতুরি লেনের পাঁচ মাসের মধ্যে এবার মদন দত্ত লেন। ফের রাতের ঘুম কাড়ল বাড়ির ফাটল। ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলরের রোষের মুখে মেট্রো-কর্তা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার ভোরের দিকে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। আতঙ্কিত হয়ে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এদিন সকালে নতুন করে ফাটল ধরে ১৮৫ এবং ১৮৫/১ বি বি গাঙ্গুলি স্ট্রিটের দুটি বাড়িতে। দেওয়াল ও সিলিংয়ে আড়াআড়ি ফাটল দেখা যায়। 


২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর থেকেই বউবাজারে বিপত্তি শুরু হয়। একের পর এক বাড়িতে ফাটল ধরে, ভেঙেও পড়ে কয়েকটি বাড়ি। ৬০০-রও বেশি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময়। চলতি বছরের মে মাসেও দুর্গাপিতুরি লেন, মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। সেই সময় স্থানীয়  বাসিন্দাদের হোটেলে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়। 


আরও পড়ুন, ট্রেনে টিকিট পরীক্ষকের দুর্ব্যবহারের অভিযোগ! পুলিসের এসকর্টে কলকাতায় ফিরলেন জাহান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)