ওয়েব ডেস্ক: যাত্রীদের সুবিধার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর রুট আরও বাড়ানোর উদ্যোগ। হলদিরাম শেষ না করে এয়ার পর্যন্ত লাইন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত KMRCL-এর। চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হল রেল বোর্ডে। রুটতো বাড়ছে কিন্তু কোন পথে যাবে মেট্রো?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাতের শহরে ফের দুর্ঘটনা, এবার অজয়নগর মোড়ে


প্রথমে ঠিক ছিল ইস্ট ওয়েস্টে মেট্রো সেক্টর ফাইভেই শেষ হয়ে যাবে। তবে রাজ্যের প্রস্তাব মেলে ২০১৬-র রেল বাজেটে রুট হলদিরাম পর্যন্ত বাড়ানো হয়। ঠিক ছিল এয়ার পোর্ট -নিউগড়িয়া মেট্রোর সঙ্গে হলদিরামে মিশে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর লাইন ।  সেখান থেকে এয়ারপোর্ট -নিউগড়িয়া মেট্রোয় বিমান বন্দর পর্যন্ত যাওয়া যাবে। নতুন পরিকল্পনায় KMRCL সিদ্ধান্ত নিয়েছে  ইস্ট ওয়েস্ট মেট্রোকে এয়ারপোর্ট পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার। এয়ার পোর্ট নিউগড়িয়া রুট শেষ করে দেওয়া হবে হলদিরামেই।


আরও পড়ুন  তৃণমূলের তিন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি : মমতা