নিজস্ব প্রতিবেদন: ইস্ট-ওয়েস্ট নয়। নিউ গড়িয়া-নোয়াপাড়া রুটে মেট্রোই এয়ারপোর্ট পর্যন্ত যাবে। সিদ্ধান্ত রেল বোর্ডের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিহারে বন্ধুর মামাবাড়িতে গা-ঢাকা ৫ কিশোর-কিশোরীর, কুঁদঘাটকাণ্ডে মিলল স্বস্তি


কিছুদিন আগে, ইস্ট ওয়েস্ট মেট্রোর পক্ষ থেকে রেলের কাছে সুপারিশ করা হয়, যাত্রীদের সুবিধার জন্য ইস্ট-ওয়েস্টের ফাইনাল স্টপ হলদিরাম না করে এয়ারপোর্ট করা হোক। আর এয়ারপোর্ট -নিউ গড়িয়া মেট্রোকে হলদিরামেই থামিয়ে দেওয়া হোক। কিন্তু,  ইস্ট-ওয়েস্টের প্রস্তাবে রাজি নয় রেলবোর্ড। তাই পূর্ব পরিকল্পনামাফিক নোয়াপাড়া-গড়িয়া রুটের মেট্রোই এয়ারপোর্ট পর্যন্ত যাবে।