নিজস্ব প্রতিবেদন: শনিবার ইকো পার্কের জলে ডুবে মৃত্যু হয়েছে শিশুর। মর্মান্তিক দুর্ঘটনার পর অবশেষে টনক নড়ল ইকো পার্ক কর্তৃপক্ষের। রবিবার পার্কের ওই জলাশয় তড়িঘড়ি জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হল। যদিও নিজেদের অভিযোগে অনড় মৃতর পরিবার। তাঁদের দাবি কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে আবেজের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এই পদক্ষেপের পর পরবর্তী যেকোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলেই মনে করছে পার্কের কর্তৃপক্ষ। যদিও এবিষয়ে প্রশ্ন করা হলে কোনও সদুত্তর দিতে পারেননি তাঁরা। শনিবার বাবা-মার সঙ্গে ইকোপার্কে ঘুরতে আসে বছর চারেকের আবেজ। খেলতে খেলতে একটি উন্মুক্ত জলাশয়ে পড়ে যায় ওই শিশু। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শেষে ঝিল থেকে উদ্ধার হয় ছোট্ট আবেজের নিথর দেহ।


আরও পড়ুন: ইকোপার্কে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ৪ বছরের শিশুর দেহ মিলল ঝিলে


ঘটনায় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে মৃতের পরিবার। চিলডেন্স পার্কে কোথায় ছিলেন রক্ষীরা তা নিয়েও উঠেছে প্রশ্ন? অন্যদিকে ছেলে জলে ডুবে গেল, বাবা-মা টেরই পেলেন না কেন তাও খতিয়ে দেখা হচ্ছে? ইতিমধ্যেই  মর্মান্তিক মৃত্যুতে উঠে আসছে একাধিক প্রশ্ন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।