বিক্রম দাস: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব। ইডি-র নোটিশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সোমবার বেলা ১২টায় মামলার শুনানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  High Court: পঞ্চায়েত অবমাননা মামলায় রাজীবা সিনহার বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের


সূত্রের খবর, গত সপ্তাহেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে নোটিশ পাঠিয়েছে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য় তলব করা হয়েছে তাঁকে। কবে? সোমবার। স্রেফ মামলা দায়ের করা নয়,  এদিন হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন সুমিত। 



এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক-পত্নীকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল ইডি। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। রুজিরাকে ম্যারাথন জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সাড়ে ৮ ঘণ্টা পর ছাড়া পান তিনি। সিজিও থেকে বেরিয়ে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী।  গেটের সামনে থেকেই উঠে পড়েন গাড়িতে।


আরও পড়ুন: Assembly Session: পুজোর আগেই মন্ত্রীদের ভাতা বৃদ্ধিতে উদ্যোগী সরকার, একদিনের অধিবেশন সোমবার


ইডি সূত্রে খবর, এক মহিলা আধিকারিকের উপস্থিতিতে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী অফিসার। স্রেফ অভিষেক নন, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন তাঁর স্ত্রীও। ডিরেক্টর হিসেবে কী ভূমিকা ছিল? কবে তৈরি হল সংস্থাটি? কোথায় কোথায় সম্পত্তি রয়েছে? রুজিরা কাছে জানতে চান ইডি আধিকারিকরা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)