ওয়েব ডেস্ক: CBI-র পর নারদকাণ্ডে সুলতান আহমেদকে তলব ED-র। সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দফতরে আজ হাজিরা দেওয়ার কথা তৃণমূল সাংসদ সুলতান আহমেদের।  


ED সূত্রে খবর, নারদের থেকে তিনি কত টাকা পেয়েছেন, সেই টাকা কোথায় গেল, কোনও সংগঠনকে সেই টাকা দেওয়া হয়েছে কিনা, তার কোনও রসিদ আছে কিনা ইত্যাদি বিষয় জানতেই তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। পাশাপাশি, টাকার লেনদের সংক্রান্ত কোনও নথি থাকলে সেই নথিও তাঁকে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। এর আগে সুলতান আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন CBI-র তদন্তকারীরা। আরও পড়ুন- সিবিআইকে কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার সুলতান ও ইকবাল আহমেদের