Panchayat Election 2023: নিয়োগ পর্যবেক্ষক, জেলায় জেলায় স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকার চাইল কমিশন
স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের সংখ্যার উপরই নির্ভর করবে বাহিনী মোতায়েন। কমিশনের তরফে জেলাগুলি থেকে বুথ ভিত্তিক ও অঞ্চল ভিত্তিক তালিকা চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। স্বরাষ্ট্র সচিব ও ডিজি এর সঙ্গে কাল রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠকের পর থেকেই জেলায় জেলায় তথ্য চাওয়ার তৎপরতা কমিশনের।
সুতপা সেন: প্রতি জেলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে বৈঠকের পর পরেই রাজ্য নির্বাচন কমিশন এবার জেলা গুলোর থেকে স্পর্শকাতর অঞ্চল, স্পর্শকাতর বুথের তালিকা চাইল। ন্যূনতম ১০% স্পর্শকাতর বুথ, স্পর্শকাতর অঞ্চলের তালিকা পাঠানোর নির্দেশ জেলাগুলিকে। শনিবারের মধ্যেই সেই তালিকা পাঠাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের মামলায় এই তথ্য কাজে লাগতে পারে বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুন, Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে কমিশন
এই স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের সংখ্যার উপরই নির্ভর করবে বাহিনী মোতায়েন। কমিশনের তরফে জেলাগুলি থেকে বুথ ভিত্তিক ও অঞ্চল ভিত্তিক তালিকা চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। স্বরাষ্ট্র সচিব ও ডিজি এর সঙ্গে কাল রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠকের পর থেকেই জেলায় জেলায় তথ্য চাওয়ার তৎপরতা কমিশনের। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২২ জেলার জন্য বিশেষ পর্যবেক্ষক হিসেবে আইএএস অফিসার নিয়োগ করছে কমিশন।
শনিবারের মধ্যেই সমস্ত জেলাগুলোকে এই তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। কারণ কমিশন নিজের কাছে সমস্ত তথ্য রাখতে চাইছে। সুপ্রিম কোর্টের মামলায় এই তথ্য কাজে লাগতে পারে। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশনারকে জরুরি তলব রাজ্যপালের। রাজীবা সিনহা রাজভবনে যাবেন দুপুর ২ টোর সময়। পঞ্চায়েত ভোট নিয়ে সবিস্তারে আলোচনার জন্যই রাজ্যপালের এই তলব বলে সূত্রের খবর। প্রথম থেকেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে সমস্ত খবর রাখছেন সি ভি আনন্দ।
এর আগেও রাজীবা সিনহার সঙ্গে দেখা করেছিলেন। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই গিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে কেন সুপ্রিম কোর্টে গেল কমিশন তা জানতে চান রাজ্যপাল। কী তাদের ভাবনা চিন্তা তাও জানতে চান সি ভি আনন্দ বোস। শনিবারই চেন্নাই যাচ্ছেন রাজ্যপাল। তার আগে কমিশনারের সঙ্গে দেখা করবেন তিনি।
স্বরাষ্ট্রসচিব এবং ডিজি’র সঙ্গে বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর বুথের তালিকা চাইল জেলাগুলির কাছ থেকে। সেই তালিকা ধরেই এই বিশেষ পর্যবেক্ষকরা কাজ করবেন।
আরও পড়ুন, Panchayat Election 2023: সুপ্রিম কোর্টে কমিশন! রাজীবা সিনহাকে জরুরি তলব রাজ্যপালের