নিজস্ব প্রতিবেদন: কোভিডবিধি মেনে জয়ের উদযাপনে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে তারা নির্দেশিকায় জানাল, ভোট পরবর্তী হিংসা রুখতে পর্যাপ্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকার। ভোটের ফলপ্রকাশের আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল ও কলকাতা পুলিস কমিশনারকে চিঠি দিয়ে রাজনৈতিক হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। গেরুয়া শিবির দাবি করেছিল, তাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। ঘর-বাড়ি ভেঙে দিয়েছে শাসক দলের কর্মীরা। বহু মানুষ ঘরছাড়া। এমনকি খুনের অভিযোগও করেছিলেন বিজেপি নেতারা। সমস্ত অভিযোগ নস্যাৎ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছিলেন, আদর্শ আচরণ বিধি লাগু থেকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ পর্যন্ত আইনশৃঙ্খলা ছিল নির্বাচন কমিশনের হাতে। মামলা গড়ায় হাইকোর্টে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দেয়, খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত লঘু অপরাধের তদন্ত করবে সিট।


এই আবহে নির্বাচন কমিশন নির্দেশিকায় জানাল, ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। বিজেপির বক্তব্য, কমিশনের এই নির্দেশেই স্পষ্ট হল রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন,''গোটা দেশে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। বিজেপি তো ভবানীপুরে নেই। হিংসা হবে কীভাবে?'' 


করোনার কারণে গণনার সময় ও পরে বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।       


আরও পড়ুন- লক্ষ্মীর ভান্ডারে দু'মাসের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, পুজোর আগে বড় ঘোষণা Mamata-র


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)