নিজস্ব প্রতিবেদন: পাঁচ বছর পর হতে চলেছে GTA-র নির্বাচন। আর একইসঙ্গে জিটিএর ভোটের দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। অর্থাত্ ভোট নেওয়া হবে ২৬ জুন। এনিয়ে বিজ্ঞপ্তি জারি হবে শুক্রবার। বর্তমানে পরিষদ চলছে প্রশাসক দিয়ে। ২০১৫ সালের নির্বাচনে ৯ আসনের মধ্যে ৩টি আসন পেয়েছিল তৃণমূল। তাই এবার এই ভোট তৃণমূলের কাছে একটা চ্যালেঞ্জ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একটি বৈঠক হয়। সেইসময় মনে করা হয়েছিল জিটিএর পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদেরও ভোট নেওয়া হবে। বুধবার জানা গেল ২৬ জুনই ভোট নেওয়া হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের। এর পাশাপাশি রাজ্যের কিছু পুরসভার কয়েকটি ওয়ার্ডেও ভোট নেওয়া হবে। এর মধ্য়ে রয়েছে, দক্ষিণ দমদম, দমদম, পানিহাটি, ভাটপাড়ার কয়েকটি ওয়ার্ড।


উল্লেখ্য, দার্জিলিংয়ের ৪টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। জেলা পরিষদের মতই ত্রিস্তরীয় গঠন এই মহকুমা পরিষদের। পরিষদ গঠন হওয়ার পর থেকে তা বামেদের দখলেই ছিল। ২০১৫ সালের নির্বাচনে পরিষদের ৯ আসনের মধ্যে ৬ আসন পায় বাম-কংগ্রেস জোট। তৃণমূল পায় ৩ আসন। ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে য়ায়। বর্তমানে তা পরিচালনা হচ্ছে প্রশাসকের মাধ্যমে। শিলিগুড়ি পুরসভা দখলের পর এবার এই নির্বাচন তৃণমূলের কাছে ফের একটা চ্য়ালেঞ্জ।


শিলিগুড়ি মহকুমা পরিষদে মোট আসন ৯টি। মহকুমার ৪টি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৬৬। ৪টি পঞ্চায়েত সমিতির অধীনে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২২। সেখানে মোট আসন সংখ্যা ৪৬২।


আরও পড়ুন-GTA Election: অবশেষে জিটিএ নির্বাচনের দিন ঘোষণা রাজ্যের; ভোট স্থগিতের দাবি বিমল গুরুংয়ের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)