বিক্ষোভকারীর গায়ে শিল্ড ঠেকালেই ইলেকট্রিক শক! বিজেপির লালবাজার অভিযান এড়াতে পুলিসের হাতে নয়া অস্ত্র
অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে পুলিসের হাতে থাকবে এই বিশেষ ধরনের শিল্ড। মিছিল আটকাতে বাহিনীকে এই শিল্ড দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির লালবাজার অভিযান ঘিরে পুলিসের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বিজেপির বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিসের হাতে নয়া হাতিয়ার। পুলিসকে দেওয়া হল ইলেকট্রিক শিল্ড।
অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে পুলিসের হাতে থাকবে এই বিশেষ ধরনের শিল্ড। মিছিল আটকাতে বাহিনীকে এই শিল্ড দেওয়া হয়েছে।
ইলেকট্রিক শিল্ড ঠিক কী?
এই বিশেষ ধরনের শিল্ডের মাধ্যমে ইলেকট্রিক শক দেওয়া যাবে। কোনও ব্যক্তির গায়ে এই শিল্ড ঠেকিয়ে লাল বোতাম টিপলেই ইলেকট্রিক শক দেওয়া যাবে। কোনও বিক্ষোভকারী বেপরোয়া হয়ে উঠলে, তাঁকে নিয়ন্ত্রণে আনতে এই শিল্ড ব্যবহার করতে পারে পুলিস।
নানুরে বিজেপি কর্মীরে মারে মাথা ফাটল পুলিসের, আক্রান্স ওসি, চলছে ব্যাপক বোমাবাজি
পাঁচ সেকেন্ডের বেশি সময় গায়ে ঠেকিয়ে রাখলে ওই ব্যক্তি মাটিতে পড়ে যেতে পারেন। এর আগে রাজ্যে এই ধরনের শিল্ড ব্যবহার করতে দেখা যায়নি পুলিসকে।
দেশের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিস এই ধরনের শিল্ড ব্যবহার করেছে।