close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নানুরে বিজেপি কর্মীরে মারে মাথা ফাটল পুলিসের, আক্রান্স ওসি, চলছে ব্যাপক বোমাবাজি

পুলিসকে দেখে তেড়ে মারতে যান বিজেপি কর্মী সমর্থকরা। বাঁশ, লাঠি নিয়ে হামলা শুরু হয়। ইটের ঘায়ে পুলিসের মাথা ফেটে যায়।

Updated: Jun 12, 2019, 12:22 PM IST
নানুরে বিজেপি কর্মীরে মারে মাথা ফাটল পুলিসের, আক্রান্স ওসি, চলছে ব্যাপক বোমাবাজি

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূমের নানুর।  চলছে ব্যাপক বোমাবাজ, বাঁশ, লাঠি নিয়ে বেপরোয়া হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিস। বিজেপি কর্মীর ছোড়া ইটের ঘায়ে মাথা ফাটল পুলিসের। আক্রান্ত নানুর থানার ওসি মনোজ সিং। 

 

মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নানুরের বন্দর গ্রাম। রাতে স্থানীয় এক বিজেপিনেতাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিস। বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের কর্মী নেতাদের। প্রতিবাদে বুধবার সকাল থেকেই বন্দর গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিস অবরোধ তুলতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজেপি কর্মীকে খুন করে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হল দেহ, উত্তপ্ত মালদহ

পুলিসকে দেখে তেড়ে মারতে যান বিজেপি কর্মী সমর্থকরা। বাঁশ, লাঠি নিয়ে হামলা শুরু হয়। ইটের ঘায়ে পুলিসের মাথা ফেটে যায়। বেশ কয়েকজন পুলিসকর্মী আহত হন। পরে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরাও গিয়ে পৌঁছন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় বোমাবাজি শুরু হয়। গ্রামে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত।