নিজস্ব প্রতিবেদন: হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যে অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছে কয়েকগুণ। ফলে ভেপোরাইজারের উপর চাপ পড়ছে। তাই জরুরি বৈঠকের ডাক দিয়েছে বেলেঘাটা আইডি। সেই বৈঠকে সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেগুলি হল--


১। নতুন একটা ইউভি কয়েল বসিয়ে তার সঙ্গে অক্সিজেন চেম্বারের সংযোগ করতে হবে।


২। যে ক্যাপাসিটি ১০০০ কিউবিক লিটারের ছিল এখন সেই চাহিদা ৩০০০-৪০০০ কিউবিক লিটার। নতুন ইউভি কয়েল বসলে সেই ক্যাপাসিটি ৫০০০ কিউবিক লিটার করতে হবে।


৩। সেটা যতদিন না হয়, ততদিন ২৪ ঘন্টার নজরদারি চালাতে হবে অক্সিজেন প্ল্যান্টে। ২৪ ঘণ্টা প্ল্যান্টে জমা বরফ গলাতে দমকলের গাড়ি দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। 


৪। যেদিন কয়েলের সঙ্গে সংযোগ করা হবে সেদিন ৩০ মিনিট বন্ধ থাকবে এই প্ল্যান্ট। তখন যাতে রোগীদের সমস্যা না হয়, তার জন্য ব্যাকআপের ব্যবস্থা করতে হবে। 
৫। সেটা না হলে, যেদিন এই কাজটি হবে সেদিন সব চিকিৎসক, চিকিৎসাকর্মীকে হাসপাতালে হাজির থাকতে হবে, প্রয়োজন মতো রোগীর কাছে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করতে হবে। 


রোগীদের অক্সিজেন সরবরাহতে কোনরকম ঘাটতি বরদাস্ত করা হবে না বলে বৈঠকে আলোচনা করা হবে।