নিজস্ব প্রতিবেদন: বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন কাশ্মীরি পণ্ডিতরা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ করেছেন নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস্টনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধি দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাউস্টনে 'হাউডি মোদী' অনুষ্ঠানে অনবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠান শুরুর আগে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে দেখা করতে আসে কাশ্মীরি পণ্ডিতদের একটি দল। ধর্মীয় কারণে নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছিল। খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। অতিসম্প্রতি কাশ্মীরে শান্তি ফেরাতে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে মোদী সরকার। আর নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি পণ্ডিতরা। হাউস্টনে মোদীকে হাতের কাছে পেয়ে ধন্যবাদ জানালেন তাঁরা। প্রধানমন্ত্রীর হাত ধরে কেঁদে ফেলেন সুরিন্দর কল। কাশ্মীরি পণ্ডিতরা মোদীকে বলেন, ''আপনি হিম্মতের কাজ করেছেন। আপনি আমাদের জন্য ভগবানের রূপ।''        



সংবাদসংস্থা এএনআই-কে সুরিন্দর কল বলেন, ''প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। এবার সবাই মিলে নতুন কাশ্মীর গড়ব। আমাদের যুব প্রজন্ম আপনার সঙ্গে রয়েছে। একটা স্মারকলিপিও দিয়েছিল। ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিশ্বজুড়ে ৭ লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তরফে ওনাকে ধন্যবাদ জানিয়েছি। ওনাকে কথা দিয়েছি, কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণ করবে যুব সম্প্রদায়।'' 


স্মারকলিপিতে দাবি করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে টাস্ক ফোর্স বা উপদেষ্টা কাউন্সিল গঠন করা হোক। কাশ্মীরি পণ্ডিতদের উন্নয়নে ওই কাউন্সিলে থাকবেন সম্প্রদায়ের নেতারা। সকলের উন্নয়নের জন্য ভারত সরকারের সঙ্গে কাজ করতে চাইছি। কাশ্মীরে শান্তি, বহুত্ববাদ ও ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে আনতে আমরা ঘরে ফিরতেও আগ্রহী। 


আরও পড়ুন- মার্কিন মুলুকে পা দিয়েই মন জয় করে নিলেন মোদী, প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়