বিক্রম দাস: ইডির হানায় বিপাকে কলকাতায় প্রভিডেন্ট ফান্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। শহরে তাঁর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-QS India Ranking 2020: দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় যাদবপুর


কেন এমন পদক্ষেপ?  সূত্রের খবর পিএফ-র পার্ক স্ট্রিট অফিসে থাকাকালীন ৬-৭ কোটি টাকা ঘুষ নিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রমেশ সিং। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাঁর বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে মিলেছে বহু নথি। সেইসব নথির ভিত্তিতেই সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।


জানা যাচ্ছে টাকার বিনিময়ে বহু অনৈতিক কাজ করেছেন রমেশ সিং। শুধু তাই নয় তাঁকে ওই কাজে সাহায্য করেছে একটি চক্র। এভাবেই তিনি আয় করেছেন বিপুল টাকা। সেই টাকায় কলকাতার বিভিন্ন জায়গায় বাড়ি-সহ অন্যান্য সম্পত্তি কিনেছেন।



আরও পড়ুন-রবীন্দ্র সরোবরে এবছর আর ছট নয়, 'দিল্লির ষড়যন্ত্র' বলছেন মেয়র ফিরহাদ হাকিম


মঙ্গলবার তাঁর বাড়ি, গাড়ি মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্ত সংস্থা সূত্রে খবর, খুব শীঘ্রই তাঁকে জেরা করবে ইডি। জানাতে চাওয়া হবে তাঁর ওই অনৈতিক কাণ্ডে আর কারা জড়িত। কত টাকার লেনদেন হয়েছে।