নান্টু হাজরা: সল্টলেক সিটি সেন্টার রয়্যাল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও পরিবারের দাবি সে নিজে থেকে পড়ে যায়নি। মানসিক চাপেই নাকি এই পরিণতি হয়েছে ওই ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর থানার পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, C V Ananda Bose: উপাচার্যের কথা মেনেই চলবেন আধিকারিকরা, রাজ্যপালের নির্দেশিকায় ফের বিতর্ক


চন্দন মন্ডল ইন্ডিয়া ইভেন্ট কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি রবিবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারের রয়্যাল বিল্ডিংয়ের চতুর্থ তল থেকে পড়ে যায়। এরপর তাঁকে বিধান নগর মহকুমা হাসপাতালে নেওয়া আসা হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃতের স্ত্রী, মা  ও অন্যান্য আত্মীয়রা।


মৃতের স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন চন্দন। মূলত কর্মক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষ্ণু মুচ্ছাল মানসিক চাপ দিচ্ছিল বলেই দাবি করেন স্ত্রী। রবিবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে আসেন চন্দন মন্ডল।


তারঁ স্ত্রী প্রিয়াঙ্কা মন্ডল জানান, এদিন দুপুরে স্বামীর কাছ থেকে একটি মেসেজ পান তিনি। সেই মেসেজে লেখা ছিল তাঁর স্বামী আর চাপ সহ্য করতে পারছেন না। তবে চন্দন মন্ডল আত্মহত্যা করেছেন এমনটা তাঁর মা ও স্ত্রী দুজনের কেউই মানতে রাজি নন।



আরও পড়ুন, Cricket Betting: বহুতলের বেসমেন্টে গাড়িতেই চলছিল ক্রিকেট বেটিং, পাকড়াও ২


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)