নিজস্ব প্রতিবেদন: 'দেশের ৪ প্রান্তে ৪ রাজধানী হোক। দিল্লিতে সবাই বহিরাগত, তাহলে দিল্লি থেকেই কেন সমস্ত কাজ হবে'। শনিবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে আগাগোড়াই মমতার নিশানায় ছিল কেন্দ্র। এদিন সভায় বক্তব্য রাখার সময়ে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী বানানোর দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে, শ্যামবাজারে দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। এরপর রানি রাসমনি রোডের সভা মঞ্চ থেকেই কেন্দ্রকে একের পর এক তোপ দেগেছেন। মমতার দাবি, সংসদ বসুক দেশের চার প্রান্তেই। কলকাতাকেও অন্যতম রাজধানী করা হোক। 


আরও পড়ুন: সফর সূচিতে নয়া সংযোজন, এলগিন রোডে নেতাজির বাসভবনেও যাচ্ছেন মোদী


আজ ফের একবার নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন মমতা। সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য প্রকাশ্যে আনারও দাবি করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি নেতাজির জন্মবার্ষিকীতে জাতীয় পরিকল্পনা কমিশন ফেরানোর দাবি তুলে সরব হয়েছে তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেত্রীর অভিযোগ, পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা হয়েছে। ঐক্যের উদাহরণ টেনে বিজেপির সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, নেতাজি দেশকে টুকরো করার কথা বলেননি। আজাদ হিন্দ বাহিনী ছিল বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতীক। 


আজ সকাল থেকেই ময়দান নিয়ে নিয়েছেন মমতা, ইতিমধ্যে মোদীও কলকাতায় এসে পৌঁছেছেন।  নেতাজির জন্মজয়ন্তী পালন নিয়ে শুরু থেকেই যুযুধান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।  হাইভোল্টেজ শনিবারে নেতাজি নিয়ে মেগাফাইট অব্যাহত। ক্লাইম্যাক্সে কে ছক্কা হাঁকাবে সেদিকেই তাকিয়ে বাংলা।


আরও পড়ুন: আজাদ হিন্দ ফৌজ নামে মনুমেন্ট, নেতাজির নামে বিশ্ববিদ্যালয়, জন্মজয়ন্তীতে টুইট বার্তা মমতার


এমন টানটান পরিস্থিতিতে বাঙালির নেতাজি আবেগকে হাতছাড়া করতে নারাজ দু-পক্ষই। তাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নেমেছেন মমতা-মোদী। সকাল থেকেই 'দেশনায়ক দিবস' বনাম 'পরাক্রম দিবস' টুইট যুদ্ধ শুরু হয়েছিল। পাশাপাশি কখনও ন্যাশনাল প্ল্যানিং কমিশন নিয়ে, আবার কখনও বা এয়ারপোর্টের নাম নিয়ে, কেন্দ্রের দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী।


দিনভর লাইমলাইটে রয়েছে নেতাজির বাসভবনও। একদিকে মোদীর সফরসূচিতে শেষ মুহূর্তে নয়া সংযোজন নেতাজির বাসভবন অর্থাৎ এলগিন রোডের নেতাজি রিসার্চ ব্যুরোর সদর দফতর। অন্যদিকে সকাল হতেই এলগিন রোডে পৌঁছে গিয়েছিলেন মমতা।  চলতি বছর নেতাজির জন্মজয়ন্তী আলাদা তাৎপর্য যোগ করেছে রাজনৈতিক মহলে। সবমিলিয়ে নেতাজিকে নিয়ে রাজনীতির চাপানউতোর চলছেই।