নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস। সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে করোনার উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নলহাটির প্রাক্তন বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:'আইনি সমস্যা'য় Firhad, পুরসভার কাজে নজরদারির জন্য কমিটি গড়ল নবান্ন


একসময় ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন মইনুদ্দিন শামস। ২০১৬-র কিছু আগে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে লড়ে নলহাটি কেন্দ্র থেকে বিধায়ক হন। তবে একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। ফলে ক্ষুব্ধ হন মইনুদ্দিন শামস। ফের ফরোয়ার্ড ব্লকে ফিরতে চান। যা ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক জল্পনা। পরে নির্দল হিসেবে লড়েন মইনুদ্দিন শামস। তবে পরাজিত হন।


আরও পড়ুন:  পার্সোনাল রিস্ক বন্ডে সই করে গোলপার্কের বাড়িতে গেলেন Sovan


প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের। করোনা সংক্রমিত হয়ে মারা যান সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী। প্রয়াত হন তেহট্টের প্রাক্তন বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। নির্বাচন চলাকালীন মৃত্যু হয় খড়দহের কাজল সিনহার।