শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পরীক্ষাভীতি গোটা দেশের পড়ুয়াদের একটি বড় সমস্যা। সেই বাধা অতিক্রম করতে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। স্কুল পড়ুয়াদের পরীক্ষাভীতি কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন তার বই Exam Warriors। বুধবার বাংলায় বইটির উদ্বোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মারাদোনা নয়, বরং অনেক এগিয়ে মেসি! মত জানালেন কাপ জয়ী কোচ স্কালোনি   


প্রধানমন্ত্রীর লেখা ওই বইটির অনুবাদ হয়েছে মোট ১১টি ভাষায়। এটি দেশের স্কুল পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজ্যপাল বলেন, বইটি যাতে রাজ্যের সব ছেলেমেয়েরা পড়তে পারে তার চেষ্টা তিনি করবেন। পরীক্ষার ভয় কাটাতে একের পর এক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বইটি নিয়ে রাজ্যপাল বলেন, পরীক্ষার্থীদের তাদের ভীতি কাটাতে সাহায্য করবে। রাজ্যেরও সব ছেলেমেয়েরা যাতে এই বই পড়ে তার জন্য চেষ্টা করব ।


Dr. C. V. Ananda Bose released the motivational and inspiring book EXAM WARRIORS authored by Prime Minister Shri Narendra Modi, received by him. Dr Bose presented copies of the book to specially-abled children. The benefit of the book should go to all students and youth of Bengal pic.twitter.com/N140SxGbWZ



কীভাবে পরীক্ষাকে ভয়মুক্তভাবে চ্যালেঞ্জ হিসেবে তা নিতে হয় তারই চেষ্টা করা হয়েছে বইটি। পরীক্ষার চাপ কাটিয়ে ওঠার জন্য বইটিতে রাখা হয়েছে ৩৪টি পরামর্শ। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর, তামিলনাডু-সহ একাধিক রাজ্যে প্রকাশিত হয়েছে বইটি। দেশের সব জায়গার পড়ুয়াদের কাছে যাতে বইটি পৌঁছয় তার জন্য ওই ১১টি ভাষায় বইটি অনুবাদ করা হয়েছে। একজন পড়য়াকে যোদ্ধায় পরিণত করবে বইঠি। পাশাপাশি এটি সহায়ক হবে অভিভাবক ও শিক্ষকদেরও। এমনটাই মনে করছে বিভিন্ন মহল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)