নিজস্ব প্রতিবেদন: বাংলায় একুশের ভোটে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। কীসের ভিত্তিতে বিজেপি (BJP) ২০০ আসন পেতে পারে বলে মনে করছেন তিনি? Zee ২৪ ঘণ্টা Kolkata Conclave-এ এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের কথায়,'কম করেই বলছি, ২০০টি আসন পাব। তার চেয়ে বেশিই পাবে বিজেপি।'                             
         
সংগঠন ও মোদী সরকারের জনমুখী কর্মসূচি আত্মবিশ্বাস দিচ্ছে অমিত শাহকে (Amit Shah)। এ দিন তিনি বলেন,'দু'টি বিষয়ের উপর ভিত্তি করেই বলেছি, দুশোর বেশি আসন পাব। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বুথ থেকে জেলাস্তর পর্যন্ত সংগঠন মজবুত করে ফেলেছে বিজেপি। রাজ্য়স্তরে কাজ করছে একাধিক মোর্চা। বাংলার জনতার সঙ্গে জনসংযোগের বহু কর্মসূচিও নিয়েছি। আর দ্বিতীয় বিষয়টি হল, সাড়ে ৬ বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মানুষের জীবনে আমূল বদল এনেছে। সবক্ষেত্রেই বদল দৃষ্টিগোচর। সে কারণে সাধারণ মানুষের মনে বিশ্বাস তৈরি হয়েছে, মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পরিবর্তন আনতে পারে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন। মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে বামপন্থীদের হঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে অনেক আশা ছিল। তবে মানুষের সব আশা, স্বপ্ন চূর্ণ হয়ে গিয়েছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি আরও বলেন,'সাধারণ আশাপূরণে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদীর কাজে আশার আলো দেখতে পেয়েছেন তাঁরা। সেজন্য ২০১৯ সাল থেকে বিজেপির সঙ্গে রয়েছে বাংলার জনতা। কম করেই বলেছি, ২০০টি আসন পাব। তবে তার চেয়েও বেশি আসনে জিতবে বিজেপি।'


বাংলায় ক্ষমতায় আসা নিয়েও আত্মপ্রত্যয়ী অমিত শাহ (Amit Shah)। বলেন,'নিশ্চিতভাবে পরিবর্তন হবে। মোদীর পাশে গোটা দেশ। সেই মনোভাবের প্রতিফলনই ঘটবে বাংলায়।' বাংলায় ক্ষমতায় আসার পর বিজেপি কর্মীদের মৃত্যুর তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজনৈতিক হিংসা করে যারা নিজেদের নিরাপদ মনে করছে, তাদের রেয়াত করা হবে না। প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের জেলে ঢোকানো হবে।            


আরও পড়ুন- 'নতুন শিক্ষানীতিতে নারীশিক্ষায় জোর' বিশ্বভারতীর ভার্চুয়াল সমাবর্তনে বললেন মোদী