কমলিকা সেনগুপ্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৯ সালে দেশকে বাঁচাতে মোদী বিরোধী সবকটি রাজনৈতিক দলকে একজোট হতে হবে। দরকারে হাত মেলাতে হবে তৃণমূল ও বামেদের। ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে এমনটাই জানালেন হার্দিক প্যাটেল। 


মোদীর গড়েই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন হার্দিক। পাতিদার আন্দোলনের এই নেতার হাত ধরেন রাহুল গান্ধী। সেই কৌশল খেটে গিয়েছে। গুজরাটে মিশন ১৫০ তো দূর, শতরানও করতে পারেনি বিজেপি। শুক্রবার নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেছেন হার্দিক প্যাটেল। তাঁকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে রাজ্যে প্রচারে আসবেন বলে তৃণমূল নেত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন হার্দিক। 


২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে পাতিদার আন্দোলনের এই নেতা বলেন,''স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির ভূমিতে আসতে পেরে আমি ধন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমি খুশি। কৃষক সমস্যা, রোজগার নিয়ে কথা হয়েছে ওনার সঙ্গে। সব বিষয়েই খোলামেলা কথা হয়েছে। ইন্দিরা গান্ধীকে আমি দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় হলে দ্বিতীয় ইন্দিরা গান্ধী। আমাদের সবাইকে নিয়ে লড়তে হবে। কোনও ব্যক্তির জন্য নয়, ভারতের জন্য লড়াই করতে হবে। খোলামেলা কথা হয়েছে। আমাকে ছোট ভাই বলেছেন উনি। দিদিকে বলেছি,  ২০১৯ সালে পশ্চিমবঙ্গে এসে ওনার হয়ে প্রচার করব।'' 


২০১৯ সালে লোকসভা ভোটে মোদীর বিরুদ্ধে সবকটি রাজনৈতিক দলকে একজোট হওয়ার পক্ষে সওয়াল করলেন হার্দিক প্যাটেল। তাঁর কথায়, ''কাউকে জেতানো বা হারানোর জন্য আসিনি। দেশকে বাঁচাতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে হঠাতে এগিয়ে আসতে হবে ধর্মনিরপেক্ষ দলগুলিকে। এনিয়ে মায়াবতীকে ভাবতে হবে। ভাবতে হবে অখিলেশকে। মমতা-রাহুলকে হাত মেলাতে হবে।''


তবে কি তৃণমূল ও বামেদের জোটও হতে পারে? হার্দিকের সটান জবাব, ''আমাকে ঘরে এসে রোজ মারধর করছে দুষ্কৃতীরা। চতুর্থ দিনে আমার প্রতিবেশীই এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। শত্রুতা থাকলেও আমার পাশে দাঁড়াবেন। আর শত্রুর শত্রু তো বন্ধু।'' 


আরও পড়ুন- অর্থ দফতরের অনুমোদন নেই, ভেস্তে গেল কলকাতা আইয়ের নির্মাণ


বিরোধী জোট জিততে পারবে? হার্দিকের দাবি, ২৭২টি আসন ওরা আর পাবে না। ১৫০-১৮০টি আসন হতে পারে। আর নরেন্দ্র মোদীর দাদাগিরি সহ্য করবে না শরিকরা।বিজেডি, শিবসেনা ওনার সঙ্গে নেই। 


বিরোধী জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? রাহুল গান্ধী না মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি হার্দিক প্যাটেল। সাধারণ মানুষের উপরেই দায়িত্ব ছেড়েছেন।