এবার শহরে মিলল ভেজাল পশুখাদ্য কারখানার হদিশ
ভেজাল ওষুধ ও জলের পর এবার শহরে মিলল ভেজাল পশুখাদ্য কারখানার হদিশ। ওড়িশার সংস্থার নামে ভুয়ো কোম্পানিটি রয়েছে কলকাতার বরানগরে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানায় পর্দা ফাঁস হয়ে গেল সেই ভুয়ো সংস্থাটির। গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিক সুকান্ত দাসকে।
ওয়েব ডেস্ক : ভেজাল ওষুধ ও জলের পর এবার শহরে মিলল ভেজাল পশুখাদ্য কারখানার হদিশ। ওড়িশার সংস্থার নামে ভুয়ো কোম্পানিটি রয়েছে কলকাতার বরানগরে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানায় পর্দা ফাঁস হয়ে গেল সেই ভুয়ো সংস্থাটির। গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিক সুকান্ত দাসকে।
আরও পড়ুন- প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে অনশনে চাকরিপ্রার্থীরা
তল্লসিতে ওই সংস্থার অফিস থেকে মিলেছে সরকারি টেন্ডারের কপি। পশু পালন দফতরের টেন্ডার নিয়ে রমরমা ব্যবসা ফেঁদে বসেছিল ওই কারখানাটি। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০০০ কেজি ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট। উদ্ধার হয়েছে সরকারি চিকিত্সক, ড্রাগ কন্ট্রোল, হাসপাতাল, নার্সিংহোমের জাল সিল উদ্ধার করেছে।