নিজস্ব প্রতিবেদন: চলছিল রাজ্য বিজেপির গোপন প্রশিক্ষণ শিবির। অতিমারি পরিস্থিতিতে ভার্চুয়াল এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। দলের নানা খুঁটিনাটি বিষয় আলাপ আলোচনা করছিলেন তাঁরা। তৈরি হচ্ছিল দল পরিচালনার রণনীতি। সেই ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরের ‘পার্টিসিপেন্টস’ বা ‘সদস্য’ তালিকায় হঠাৎ চোখ পড়তে সকলের চক্ষুচড়ক গাছ। এ কি পদ্ম শিবিরের গোপন প্রশিক্ষণ শিবিরে ওঁত পেতে বসে রয়েছেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়’!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে এই ‘মমতা বন্দ্যোপাধ্যায়’? না, ইনি আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো নন। বরং তাঁর নামে ভুয়ো আইডি খুলে, কেউ রাজ্য বিজেপির গোপন ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরে আড়ি পাতছিল বলেই মনে করছেন গেরুয়া শিবিরের একাংশ। কেবল ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ নয়, ‘জয় বাংলা’ নামে একটি ভুয়ো আইডি-ও ওই প্রশিক্ষণ শিবিরের ‘পার্টিসিপ্যান্টস’ বা ‘সদস্য’ তালিকায় দেখা গিয়েছে। এই ঘটনায় মাঝপথেই বন্ধ হয়ে যায় প্রশিক্ষণ শিবির।


আরও পড়ুন: ভুয়ো পরিচয় নিয়ে আর কী কী কাণ্ড ঘটিয়েছে? কসবার ঘটনায় তদন্তে ডিডি


আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা


গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলীয় প্রশিক্ষণ শিবিরের লিঙ্ক কীভাবে বাইরে এল? উঠছে সেই প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ রাজ্য নেতৃত্ব। তবে দলীয় স্তরে শুরু হয়েছে তদন্ত।