নিজস্ব প্রতিবেদন: ED অফিসার পরিচয় দিয়ে শান্তনু সেনকে ভুয়ো ফোনের অভিযোগ। সাংসদের কাছে টাকা চাওয়ার অভিযোগ। পুলিসে অভিযোগ দায়ের। বৃহস্পতিবার রাতে গ্রেফতার অভিযুক্ত চন্দন রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, দিন কয়েক আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কাছে ওই উড়ো ফোনটি আসে। ফোনের ওপাড়া থেকে নিজেকে ইডি অফিসার হিসেবে পরিচয় দেন ওই ব্যক্তি। বলে তাঁর নাম শান্তনু মিত্র। অভিযোগ বিভিন্ন কারণ দেখিয়ে সাংসদ শান্তনু সেনের থেকে টাকা চায় ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় লালবাজারে যোগাযোগ করেন সাংসদ। অভিযোগ দায়ের হয় করেয়া থানাতেও। এরপর সেই ফোনের সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় অভিযুক্ত চন্দন রায়।


পুলিস সূত্রের, ধৃতের বাড়ি দমদমের গোরক্ষবাসি লেনে। জেরায় পুলিস জানতে পেরেছে, এই প্রথম নয়, আগেও বহু মানুষের সঙ্গে এমন প্রতারণা করেছে ধৃত। ইডি অফিসারের পরিচয় দিয়ে বহু লোকের থেকে টাকা নেওয়া হয়েছে। এরপর সেই সিমকার্ড নষ্ট করে দেওয়া হয়েছে। ধৃতের কাছ থেকে বহু সিম কার্ড উদ্ধার করেছে পুলিস।


আরও পড়ুন: ৬১ দিন পর আজ থেকে সকলের জন্য চালু হল Metro, তবে মানতে হচ্ছে এই নিয়মগুলো


আরও পড়ুন: উপনির্বাচনের ৭ কেন্দ্রের ওয়ার্ড ধরে ধরে কোভিড-পরিসংখ্যান পাঠানো হবে কমিশনে